Saturday, February 27

দুই ছেলের পর চলে গেলেন বাবাও, স্ত্রী আশঙ্কাজনক

দুই ছেলের পর চলে গেলেন বাবাও, স্ত্রী আশঙ্কাজনক

কানাইঘাট নিউজ ডেস্ক: গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহকর্তা প্রকৌশলী শাহনেওয়াজ মারা গেছেন। দেড় ঘণ্টার ব্যবধানে দুই ছেলের মৃত্যুর একদিন পর মারা গেলেন তিনি।

শনিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল।

শাহনেওয়াজ (৫০) ও তার স্ত্রী সুমাইয়া বেগম দু’জনেই ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলেন। তার স্ত্রীও সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা । বর্তমানে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন সুমাইয়া ।

শঙ্কর পাল শনিবার বলেন, বিকাল ৫টা ৫৫ মিনিটে শাহওনেওয়াজের মৃত্যু হয়েছে।

অবশ্য তিনি দুপুরেই বলেছিলেন, শাহনেওয়াজ ও সুমাইয়ার অবস্থা ‘বেশ ক্রিটিকাল’।

এই দম্পতির অগ্নিদগ্ধ দুই সন্তান দেড় বছরের জায়ান বিন শাহনেওয়াজ এবং ১৫ বছরের শাহালিন বিন শাহনেওয়াজ শুক্রবারই মারা যায়।

শুক্রবার ভোরে রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে গ্যাস লাইনের বিস্ফোরণে ওই পরিবারের ৫ জন দগ্ধ হন। এদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ছেলে সালিন বিন নেওয়াজ (১৪) গতকাল বিকাল সাড়ে ৫টায় এবং জায়ান সন্ধ্যা ৭টায় মারা যায়। এবার মারা গেলেন স্বামী মো. শাহনেওয়াজ। স্ত্রী সুমাইয়া খানমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়