Wednesday, February 10

ইউরোপের ১৯ সুখময় শহর


কানাইঘাট নিউজ ডেস্ক: চলতি বছরের জানুয়ারিতে ইউরোপের বিভিন্ন শহরের সুখী মানুষদের নিয়ে ইউরোপীয় কমিশনের আওতায় জরিপ চালায় ইউরোব্রাডোমিটার। খেলাধুলার সুবিধাদি থেকে শুরু করে, যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়েছে এই জরিপে। জরিপে দেখা যায়, ইউরোপের ১৯টি শহরের মানুষ তুলনামূলক বেশি সুখী। ইউরোপীয়ান কমিশনের তথ্যে দেখা যায়, ওই সব শহরের বাসিন্দারা নিজেদের জীবন ধারন নিয়ে সন্তুষ্টু। প্রচলিত ধারণা রয়েছে ইউরোপের প্রসিদ্ধ এবং নগরকেন্দ্রিক সুবিধার জন্য প্যারিস, রোম এবং লন্ডন জনপ্রিয় শহর। কিন্তু জরিপে দেখা যায়, সাধারনত ছোট এবং কম ব্যস্ত শহরের জনগণই তুলনামূলক বেশি সুখী। ইন্ডিপেডেন্ট অনলাইন অবলম্বনে ঢাকাটাইমসের পাঠকদের জন্য নি¤œাক্রমানুসারে সেইসব সুখী শহরের তালিকা তুলে ধরা হলো- ১৯. ইসেন: এই শহরের ৫১ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৪২ শতাংশ সন্তুষ্টু। ইসেন জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত নবম বৃহত্তম শহর। বোটানিক্যাল গার্ডেনসহ এই শহরে রয়েছে প্রচুর বিল। প্রচ- গ্রীষ্মেও স্বস্তি মিলতে ঘুরতে আসতে পারেন জার্মানির ইসেন শহরে। ১৮. ম্যানচেস্টার: এই শহরের ৫২ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৪০ শতাংশ সন্তুষ্টু। বাণিজ্যিক এই শহরের বাসিন্দারা ব্রিটেনের অতি সন্তুষ্টু বাসিন্দাদের তালিকায় তৃতীয় অবস্থানে। ১৭ অ্যামস্টারডাম: এই শহরের ৫২ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৪১ শতাংশ সন্তুষ্টু। মনোরম বিল, জাদুঘরের জন্য এই শহরের খ্যাতি বিশ^জুড়ে। অ্যামস্টারডামের বাসিন্দারা সাইকেলে চলাচল করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। হয়তো এই কারণে তারা এতো সুখী! ১৬. স্টকহোম: এই শহরের ৫২ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৪৩ শতাংশ সন্তুষ্টু। সুইডেনের সুখী বাসিন্দাদের তালিকায় স্টকহোম দ্বিতীয় অবস্থানে। এই শহরের মাত্র তিন শতাংশ বাসিন্দা অসুখী। ১৫. অ্যান্টউইরপ: এই শহরের ৫২ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৪৫ শতাংশ সন্তুষ্টু। বেলজিয়ামের অন্যতম বড় শহর এটি। এই শহরে বাস করে প্রায় পাঁচ লাখ বাসিন্দা। এর মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ আড়াই লাখ বাসিন্দা অতি সন্তুষ্টু। যা সুখী শহরের তালিকায় বেলজিয়ামের দৃঢ় অবস্থানের পেছনে অন্যতম কারণ। ১৪. গ্রোনইনজেন: এই শহরের ৫৩ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৩৮ শতাংশ সন্তুষ্টু। নেদারল্যান্ডের এই শহরের বাসিন্দা দু লাখেরও কম। নেদারল্যান্ডের এই একটি শহরটি শুধুমাত্র সুখী শহরের তালিকায় স্থান পেয়েছে। ১৩. কারডিফ: এই শহরের ৫৩ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৪০ শতাংশ সন্তুষ্টু। এই শহরের ৯৩ শতাংশ বাসিন্দা তাদের জীবন-যাপনে সুখী। ১২. রটারডাম: এই শহরের ৫৫ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৩৮ শতাংশ সন্তুষ্টু। বিশে^র অন্যতম বড় এবং ব্যস্ততম বন্দরের জন্য এই শহরের খ্যাতি রয়েছে। ১১. বেলফাস্ট: এই শহরের ৫৫ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৪০ শতাংশ সন্তুষ্টু। আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলের এই শহরের ৯৫ শতাংশ বাসিন্দা তাদের শহুরে জীবনে সুখী। ১০. নিউক্যাস্টেল: এই শহরের ৫৬ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৩৭ শতাংশ সন্তুষ্টু। ইংল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলের এই শহরের বাসিন্দারা ব্রিটেনের সবচেয়ে সুখী মানুষ। ৯. ভিয়েনা: এই শহরের ৫৬ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৩৯ শতাংশ সন্তুষ্টু। বিশে^র অন্যতম সুন্দর শহরের বাসিন্দা হিসেবে নিঃসন্দেহে গর্ববোধ করতে পারেন অস্ট্রিয়ার এই শহরের বাসিন্দারা। ৮. মুনিচ: এই শহরের ৫৭ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৩৮ শতাংশ সন্তুষ্টু। গ্রেট বিয়ার, মনোরম লেক এবং দুর্দান্ত ফুটবল দলের শহর মুনিচ ইউরোপের অন্যতম সুখী স্থান। এছাড়াও জার্মানির অন্যতম সুখী শহর এটি। ৭. মালমো: এই শহরের ৬০ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৩৬ শতাংশ সন্তুষ্টু। সুখ বিবেচনায় সুইডেনের তৃতীয় বৃহত্তম শহর এটি। এই শহরের তিন লাখ ২০ হাজার বাসিন্দার মধ্যে ৯৬ শতাংশ তাদের যাপিত জীবনে সুখী। ৬. অসলো: এই শহরের ৬০ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৩৮ শতাংশ সন্তুষ্টু। নরওয়ের রাজধানী অসলোর বাসিন্দারা খুব সুখী। শুধু এই শহর নয়, নরওয়ের বাসিন্দারা যে খুব সুখী এতে কোন সন্দেহ নাই। ৫. গ্রাজ: এই শহরের ৬৪ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৩৩ শতাংশ সন্তুষ্টু। অস্ট্রিয়ার সবচেয়ে সুখী এই শহরের বাসিন্দারা। এটি জাতিসংঘের ইউনেস্কো ঘোষিত বিশ^ ঐতিহ্যের অন্যতম এক শহর। এই শহরে রয়েছে বিখ্যাত সেই আর্ট মিউজিয়াম। ৪. জুরিখ: এই শহরের ৬৪ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৩৪ শতাংশ সন্তুষ্টু। সুইজারল্যান্ডের এই শহর বসবাসের বিবেচনায় বিশে^র সেরা শহর হিসেবে স্বীকৃত। জুরিখের ৯৮ শতাংশ বাসিন্দা সুখী। ৩. রেকজাভিক: এই শহরের ৬৬ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ৩১ শতাংশ সন্তুষ্টু। আইসল্যান্ডের রাজধানী এবং দেশটির একমাত্র বড় শহর এটি। মনোরম সৌন্দর্য্যরে সঙ্গে সঙ্গে এই শহরে নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়ার মতো। সুখী শহরের তালিকায় এটি তৃতীয় স্থানে। ২. কোপেনহেগেন: এই শহরের ৬৭ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ২৮ শতাংশ সন্তুষ্টু। ডেনমার্কের রাজধানী শহরের বাসিন্দারা নিজেদের ‘সিরিয়াস সুখী’ বলে দাবি করেন। এই শহরের মাত্র পাঁচ শতাংশ বাসিন্দা সুখী নয়। এর পরেও এটি ডেনমার্কের একমাত্র সুখী শহর নয়। ১. আলব্রগ: এই শহরের ৭২ শতাংশ বাসিন্দা অতি সন্তুষ্টু এবং ২৪ শতাংশ সন্তুষ্টু। এতো সুখী এই শহরের বাসিন্দারা, অথচ উত্তর ডেনমার্কের এই শহর বিশে^ তেমন পরিচিত নয়। অর্চেস্ট্রা, বিশ^মানের বিশ^বিদ্যালয় এবং শহরের প্রবেশদ্বারে মনোরম ঝর্ণা এই শহরের বাসিন্দাদের করেছে ইউরোপের সবচেয়ে সুখী মানুষ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়