Friday, February 12

শীর্ষ রোমান্টিক ১০ দেশ


কানাইঘাট নিউজ ডেস্ক: যারা সম্পর্ক করার জন্য সঙ্গী খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। তারা চাইলে যেতে পারেন ইকুয়েডর, কোস্টারিকা কিংবা মাল্টাতে। উন্নত জীবনযাপন পাশাপাশি মনের মতো সঙ্গীটি মিলেও যেতে পারে আপনার। সাম্প্রতিক এক জরিপে সবচে রোমান্টিক দেশ হিসেবে এই তিনটি দেশ পর্যায়ক্রমে শীর্ষ অবস্থানে রয়েছে। ১৯৫টি দেশের চৌদ্দ হাজার অভিবাসী বিশ্বের শীর্ষ ১০টি রোমান্টিক দেশ চিহ্নিত করেন। এক্সপ্যাট ইনসাইডার সার্ভের জন্য জরিপটি চালানো হয়। ইন্টার ন্যাশন্সের প্রতিষ্ঠাতা মাল্টে জিক বলেন, বিদেশ চলে যাওয়া কারণে প্রতিটি দূরবর্তী সম্পর্কই বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আমাদের জরিপে দেখা যায়, অভিবাসীদের প্রতি দশ জনে একজন তাদের দূরবর্তী সম্পর্কের ইতি টেনে নতুন সম্পর্কে জড়িয়েছেন। সব প্রবাসী দম্পতিদের জিজ্ঞাসা করে আমরা খুব স্বস্তি পেয়েছি এই কারণে, ৭৫ শতাংশ প্রবাসী বলেছেন, তারা বিদেশে সুখী এবং রোমান্টিক জীবনযাপন করছেন। জরিপে দেখা যায়, ইকুয়েডরের লোকজনের মধ্যে দূরবর্তী সম্পর্কটা সবচেয়ে কম। বিদেশিদের জন্য সবচে সুন্দর বাসভূমি হতে পারে এই দেশ। আর কাজের জন্য সবচে ভালো জায়গা হচ্ছে মাল্টা। কর্মজীবনের ভারসাম্য ও সন্তোষজনক বিভিন্ন ধরনের চাকরির জন্য মাল্টা অন্যতম দেশ। থাইল্যান্ড ও ফিলিপাইনে অবিবাহিত পুরুষ অভিবাসীর সংখ্যা বেশি। আর পানামা হচ্ছে পুরুষ অভিবাসীদের জন্য পছন্দের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়