Monday, February 8

সুরমার ভাঙনে হুমকির মুখে কানাইঘাটের দর্পনগর


কানাইঘাট নিউজ ডেস্ক: সুরমা নদীর ভাঙনে হুমকির মুখে সিলেটের কানাইঘাট উপজেলার দর্পনগর গ্রাম। এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে সুরমা ডাইকসহ দর্পনগরের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি। সুরমা নদীর ভাঙনের ফলে গত কয়েক বছরে বহু বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অব্যাহত ভাঙনের ফলে সুরমা ডাইকের বিভিন্ন স্থান দেবে গেছে। ফসলি জমিসহ বাড়িঘর রক্ষার জন্য এলাকাবাসী নিজ উদ্যোগে সুরমা ডাইক রক্ষা করার জন্য বালুর বস্তা, বাঁশ, মাটি দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার শুষ্ক মৌসুমে ভাঙন প্রকট আকার ধারণ করেছে। দর্পনগর গ্রামকে নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার ২০১৩ সালে তৎকালীন পানিসম্পদ মন্ত্রী বরাবরে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে ভাঙন রোধে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিও লেটারের মাধ্যমে আবেদন করেন। কিন্তু অদ্যাবধি পর্যন্ত এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কোন ধরণের পদক্ষেপ গ্রহণ করেনি। স্থানীয় ইউ/পি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, দর্পনগর নদী ভাঙন কবলিত গ্রামকে রক্ষা করার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের বিভিন্ন দপ্তরকে আবেদন করেছেন। তিনি বলেন, এখানে কোটি টাকার প্রকল্প গ্রহণ করা প্রয়োজন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়