Monday, February 29

বিধি ভেঙেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: স্পিকার


ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ভেঙেছে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সব মন্ত্রণালয়কে এমপিদের প্রশ্নের উত্তর দেয়ার ক্ষেত্রে যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার। আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালে স্পিকার এই রুলিং দেন। সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদের এ সম্পর্কিত একটি পয়েন্ট অব অর্ডারের জবাবে স্পিকার এ নির্দেশ দেন। গত ১৬ ফেব্রুয়ারি সংসদ সদস্য আবুল কালাম আজাদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তার এক প্রশ্নের উত্তর না পাওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করে এ বিষয়ে স্পিকারের রুলিং দাবি করেন। স্পিকার জানান, সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দেয়ার জন্য প্রথমে ২০১৫ সালের ১৯ নভেম্বর দিন ধার্য করা হয়, এরপর ২০১৬ সালের ২ ফেব্রুয়ারির জন্য নির্ধারণ করা হয়, ওই দিন আবার ১৬ ফেব্রুয়ারিতে স্থানান্তরিত হয়। কিন্তু ১৬ ফেব্রুয়ারি প্রশ্ন তালিকায় সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নটি স্থান পায়নি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংসদ কার্য প্রণালী বিধি অনুযায়ী কোনো ধরনের বক্তব্য বা পুনরায় স্থানান্তর সম্পর্কে কোনো বক্তব্য দেয়া হয়নি। এটি কার্যপ্রণালী বিধির ব্যত্যয় উল্লেখ করে স্পিকার বলেন, ‘সংসদে উত্থাপিত প্রশ্নের উত্তর যথাযথভাবে দেয়ার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হলো।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়