Wednesday, February 10

স্বার্থ শেষে বৃদ্ধরা চলে গেছে: এরশাদ


ঢাকা: দল থেকে বৃদ্ধরা (রওশনপন্থীদের প্রতি ইঙ্গিত) চলে গেছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে তরুণদের হাতে জাতীয় পার্টির (জাপা) দায়িত্ব ও ক্ষমতা তুলে দেওয়া হবে। জি এম কাদেরকে কো-চেয়ারম্যান করার মাধ্যমে সেটি শুরু হয়েছে। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় যুব সংহতি আয়োজিত জাপার নবনিযুক্ত কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন এরশাদ। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের অনুসারীদের প্রতি ইঙ্গিত করে জাপা চেয়ারম্যান বলেন, “আমার অনেক প্রেসিডিয়াম সদস্যের দলে কী অবদান আছে, তা নিয়ে প্রশ্ন আছে। অনেকে আমার মন্ত্রী ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন। তারা সুযোগ বুঝে চলে গেছেন। তারা চলে যাওয়ার জন্যই এসেছিলেন।” তরুণ নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, “বৃদ্ধরা চলে গেছে। তাদের স্বার্থ শেষ। কিন্তু তোমরা যারা দলে এসেছ, স্বার্থের জন্য আসোনি। তোমাদের হাতে ক্ষমতা দেব।” নিজের ভাই জি এম কাদের দলের জন্য যোগ্য দাবি করে এরশাদ বলেন, “কাদের আসলেই যোগ্য। তাকে কো-চেয়ারম্যান করায় জাপায় নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।” গত ১৭ জানুয়ারি জি এম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান করেন এরশাদ। তার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন রওশনের অনুসারীরা। সরকারে থাকা-না থাকা নিয়ে জাপায় মূলত দুটি পক্ষ। এক পক্ষে এরশাদ সরকার থেকে সরে আসতে চান। অন্য পক্ষে রওশনপন্থীরা সরকার ও বিরোধী দল দুই ভূমিকাতেই থাকতে চান। সরকারে থাকার কারণে দলের ক্ষতি হচ্ছে বলে মনে করেন জাপার চেয়ারম্যান এরশাদ। পৌর নির্বাচনে দলের ভরাডুবিতেও এই কারণই প্রধান বলে মনে করেন তিনি। পৌর নির্বাচনে মাত্র একটি মেয়র পদ পাওয়ায় হতাশ এরশাদ বলেন, “এর চেয়ে লজ্জার কী আছে! অপমানে মুখ দেখাতে পারি না। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে।” তাই তিন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই ভোটারদের সামনে দলের অবস্থান পরিষ্কার করতে চান সাবেক এই রাষ্ট্রপতি। যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, ফয়সাল চিশতি, সাইদুর রহমান, সাইফুদ্দিন মিলন, যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়