Sunday, February 14

কানাইঘাটে হাজী আব্দুল হামিদ সড়কের নামকরণ বহাল


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার নিজ বাউরভাগ গ্রামে প্রবাসীর অর্থায়নে নির্মিত হাজী আব্দুল হামিদ সড়কের নামকরণ বহাল থাকলো উচ্চ আদালতের নির্দেশে। নামকরণ ব্যাপারে স্থগিতাদেশ চেয়ে আবুল কাশেম নামের এক ব্যক্তির করা রিটের উপর স্থগিতাদেশ দেন সুপ্রীম কোর্টেও আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সমন্বয়ে গঠিত বেঞ্চ। উপজেলার নিজ বাউরভাগ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী এম.এ শাকুর সিদ্দিকী নিজ অর্থায়নে গ্রামের মধ্যদিয়ে যাওয়া রাস্তা মাটি ভরাট করার পর প্রায় দেড় কিলোমিটার পাকাকরণ ও তিনটি ব্রীজ নির্মাণ করেন। ২০০৮ সালে নিজ বাউরভাগ পশ্চিম হইতে বুরহান উদ্দিন সড়ক পর্যন্ত এই রাস্তা ও ব্রীজগুলো নির্মাণে ব্যয় হয় সোয়া ২ কোটি টাকা। গত ২২ অক্টোবর এই রাস্তাটি প্রবাসী এম.এ শাকুর সিদ্দিকীর দাদা হাজী আব্দুল হামিদের নামে নামকরণ করে সরকার গেজেট প্রকাশ করে। এর আগে আবুল কাশেম নামের এক ব্যক্তি উক্ত রাস্তার নামকরণের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন নং-১২০১৭/২০১৫ দাখিল করে উক্ত রাস্তার নামকরণের বিষয়ে স্থানীয় চান। পওে এ ব্যাপাওে স্থগিতাদেশ দেওয়া হলে রাস্তাটি নিয়ে জটিলতা সৃষ্টি হয়। গত ৮ ফেব্রুয়ারি এ স্থগিতাদেশের বিরুদ্ধে সরকার সুপ্রীম কোর্টের আপীল বিভাগে লিভ টু আপীলের দেওয়ানী দরখাস্ত নং-৩৭৯/২০১৬ দায়ের করে। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সমন্বয়ে গঠিত ব্রাঞ্চ উক্ত স্থগিতাদেশের উপর স্থগিতদেশ দিলে হাজী আব্দুল হামিদ সড়কের নামকরণের বাধা কেটে যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়