নিজস্ব প্রতিবেদক:
ঐতিহ্যবাহী কানাইঘাট ডাঃ মুজম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের অষ্টম মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান রবিবার সকাল ১১টায় কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের উপদেষ্টা বানীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ও বড়দেশ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ আহমদের সভাপতিত্বে ও ট্রাস্টের সচিব সমাজসেবী মখলিছুর রহমানের পরিচালনায় উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি যুবনেতা মুশফিক জায়গীরদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিষ্ট মাস্টার মহিউদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা কবি মিজানুর রহমান নিরু, কানাইঘাট হামিদা ফাউন্ডেশনের সহ সভাপতি এম. আব্দুশ শাকুর, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, ট্রাস্টের পৃষ্টপোষক মরহুম ডাঃ মুজম্মিল আলীর সুযোগ্য পুত্র যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী নজমুল হোসেন, ইউএস শাখা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মাসুক আহমেদ রুমেল, জেলা যুবলীগ নেতা এড. লিটন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা শাহ নেওয়াজ, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, কানাইঘাট পৌরসভার কাউন্সিলার তাজ উদ্দিন, কাউন্সিলার বিলাল আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক খাঁজা আজির উদ্দিন, মাস্টার লুৎফুর রহমান, ট্রাস্টের সদস্য ও পৃষ্টপোষক ইমরান হোসেন রাজু প্রমুখ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীদের ব্যাপক উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ডাঃ মুজম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের অষ্টম মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে এককালীন বৃত্তি প্রদান ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। প্রসঙ্গত যে, ডাক্তার মুজম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা বড়দেশ গ্রাম নিবাসী ইকবাল হোসেইন উক্ত ট্রাস্ট তার মরহুম গর্বিত পিতার নামে গঠন করে কানাইঘাটের সার্বিক শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ৮ বছর ধরে ট্রাস্টের উদ্যোগে পরীক্ষার মাধ্যমে বৃত্তি প্রদান করে আসছেন কৃতি শিক্ষার্থীদের মধ্যে। পাশাপাশি উক্ত ট্রাস্টের পক্ষ থেকে এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্তিক অনুদান প্রদান, দরিদ্রদের মধ্যে স্যানিটেশন ও ডিপ টিউবওয়েল বিতরণ এবং দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিয়ে আসছেন ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল হোসেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে তাঁর এ ধরনের মহতি উদ্যোগকে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে স্বাগত জানিয়ে এলাকার আর্তসামাজিক উন্নয়ন ও শিক্ষার প্রচার প্রসারে তার মতো সমাজ হিতৈশী ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়