Monday, February 8

কানাইঘাটে শীতকালীন সবজির বাম্পার ফলন


মাহবুবুর রশিদ :: কানাইঘাটে এবার শীতকালীন সবজির বাম্পার ফলন সবজি চাষীদের মুখে হাসি ফুটিয়েছে। সুরমা নদীর চরে অন্যান্য বছরের তুলনায় এ বছর বেশি শীতকালীন শাক-সবজির চাষ হয়েছে। কানাইঘাট উপজেলা সুরমাচরের বিভিন্ন এলাকা সরেজমিনে গিয়ে দেখা যায়-কৃষকরা বিভিন্ন ধরনের সবজি চাষে ব্যস্ত। কেউ শাক-সবজিতে পানি দিচ্ছেন আবার কেউ বাজারে বিক্রির জন্য নৌকা, টেম্পু, বিভিন্ন ধরনের যানবাহনে তুলছেন বিভিন্ন ধরণের শাকসবজি। মাইলের পর মাইল জুড়ে শুধু সবজি আর সবজি। সবজিগুলোর মধ্যে কিছু কিছু সবজির দাম সস্তা, আবার কোন কোন সবজির দাম প্রচুর। বাজারে মূলা, লাউ, ধনে পাতার দাম কিছুটা সস্তা হলেও বাঁধাকপি, ওলকপি, ফুলকপি, শিমের মূল্য এখন চড়া । উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়- কানাইঘাটে প্রায় ৪ হাজার ৯০০ হেক্টর জমিতে এ বছর শীতের সবজি চাষ হয়েছে । এর মধ্যে উপজেলার ১, ২, ৪ ও ৬ নং সদর ইউনিয়নে শাক-সবজি বেশি উৎপন্ন হয়েছে। এছাড়া অন্যান্য ইউনিয়নের সুরমা নদীর চর ছাড়া ও খাল,বিলের পাশে কিছুটা শাক-সবজি উৎপন্ন হয়েছে। পূর্ব লক্ষীপ্রসাদ ও পশ্চিম লক্ষীপ্রসাদ ইউনিয়নের লোভারমুখ, মেছারচর, আন্দুরমুখ, সাতবাঁক ইউনিয়নের পাত্রমাটি, চরিপাড়া, ছাপনগর, বায়মপুর, মূলাগোল, কানাইঘাট সদর ইউনিয়নের ডালাইচর, গোসাইনপুর, সুতারগ্রাম, সোনাপুরের চরে ও দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্তগ্রাম, বড়দেশ চরের গ্রামগুলোতে শীতের সবজি উৎপন্ন হয়েছে। উৎপাদিত সবজিগুলোর মধ্যে রয়েছে মূলা, শিম, বাঁধাকপি, ওলকপি, টমেটো, লাল শাক, শশা, ঝিংগা, লাউ, সরিষা, মরিচ, আলু, পিঁয়াজ, বরবটি ইত্যাদি। সবজিগুলো উপজেলার বিভিন্ন হাটবাজার ছাড়াও সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, জৈন্তা গোয়াইনঘাট, এলাকাসহ আরো কয়েকটি উপজেলায় বিক্রি করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়