Sunday, February 28

ঘরোয়া পদ্ধতিতে মশামুক্ত থাকতে...


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: সারা বিশে^ ছড়িয়ে পড়েছে মশাবাহিত জিকা ভাইরাস আতঙ্ক। সুদূর উত্তর আমেরিকার এই আতঙ্ক থেকে মুক্ত নয় আমাদের বাংলাদেশও। জিকা আতঙ্ক দূর করতে হলে সর্বপ্রথম ঘর-বাড়ি মশামুক্ত রাখতে হবে। বর্তমানে বাজারে অনেক ধরনের মশা নিরোধক ঔষধ পাওয়া যায়। এগুলো যে মশা নিধনে কার্যকর এতে কোন সন্দেহ নেই। তবে মশা নিধনের পাশাপাশি ক্ষতিকর বিষাক্ত গ্যাসেরও উদ্রেক ঘটায় এসব বস্তু। অথচ আমাদের চারপাশে রয়েছে এমন কিছু উপাদান যার মাধ্যমে সহজেই মশা নিধন সম্ভব। এতে পরিবেশেও ক্ষতির সম্ভাবনা নেই বিন্দুমাত্র। ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়ানোর এমনই কিছু পদ্ধতি দেয়া হলো- ১. বেশ কিছুটা রসুন দিয়ে পানি দিয়ে ফুটিয়ে নিন। এবার একটি বোতলে ভরে সারা ঘরে স্প্রে করুন। যদিও এতে সারা ঘরে দুর্গন্ধ ছড়াবে। কিন্তু এই দুর্গন্ধ আসলে কার্যকরী। কারণ এই গন্ধে মশা ঘরে টিকতে পারে না। ২. মশা তাড়াতে দারুন কার্যকরী কর্পূর। ঘরের সব দরজা-জানালা বন্ধ করে কোনায় কোনায় কর্পূর ছিটিয়ে দিন। এভাবে ২০ মিনিটের জন্য আপনিও ঘরের বাইরে ঘিরে অপেক্ষা করুন। আপনি যখন ঘরে ফিরে আসবেন, আশা করা যায় মশা ততক্ষণে আপনার চৌহদ্দি ছেড়ে পালাবে। ৩. মোম বাতির মধ্যে সাইট্রোলিনা তেল মিশ্রিত করে এটিকে ঘরের কোণে জ¦ালিয়ে দিন। অথবা বাষ্পীকরণের মাধ্যমেও ঘরেও ছড়িয়ে দিতে পারেন সাইট্রোলিনা তেল। ৪. যদি আপনার বাগান করার শখ থাকে, তাহলে জানলার পাশে লাগিয়ে দিন ল্যাভেন্ডর, ক্যাটনিপ অথবা সাইট্রোলিনা গাছ। এগুলো মশা তাড়াতে বেশ সহায়ক। ৫. ঘরের কোথাও পানি জমতে দেবেন না। কারণ জমে থাকা এসব পানিই হচ্ছে মশার প্রজনন ক্ষেত্র। এরপরেও যদি ঘরের কোথাও পানি জমিয়ে রাখতেই হয়, তাহলে এটির পরিচ্ছন্নতা নিশ্চিত করুন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়