Friday, February 26

কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ আওলাদে রাসূল (সা.) অল্লামা মুফতি সায়্যিদ আফ্ফান মনসুরপুরী, বলেছেন বিশ্বের সকল কুফুরী শক্তি ইসলাম ও মুসলমানদের সমূলে ধ্বংস করার জন্যে আজ ঐক্যবদ্ধ। পৃথিবীর বিভিন্ন স্থানে আজ মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। পশ্চিমা বিশ্বের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আজ দলে দলে মুসলিম দেশগুলো সৌদি জুটের সাথে একীভূত হচ্ছে। আল্লামা আফ্ফান বলেন, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েগেলে সকল তাগুতী শক্তিগুলো আজও লেজ গুটিয়ে পলায়ন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লামা তিনি আরো বলেন আদর্শ ও নীতির ক্ষেত্রে দারুল উলুম দেওবন্দ এবং কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা এক ও অভিন্ন। হক্ক বাতিলের সংঘাত আদিকাল থেকে ছিল ভবিষ্যতে ও থাকবে, কিন্তু সত্যিকারের দ্বীন ইসলামের নিশান উড্ডীন করতে হলে একদল আদর্শবান মহা মানবের গড়ে উঠা অত্যাবশ্যকীয়। আর এ ধরণের মহামানব তৈরীর প্রজনন কেন্দ্র হলো ক্বওমী মাদ্রাসা। আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) ছিলেন দারুল উলুম দেওবন্দের একজন সত্যিকারের সূর্য সন্তান, তাঁর সঠিক পদাঙ্ক অনুসরন করলে ইসলামের প্রচার প্রসার আরোও বেগবান হবে। সায়্যিদ আফ্ফান মনসুরপুরী আরো বলেন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্যে মুসলমানদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আমরা কুরআন হাদীসের আদর্শ ও নীতি ছেড়ে দেওয়ার কারণে অমুসলিমদের হাতে নির্যাতিত হচ্ছি, এর অবসান ঘটাতে হলে মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ হতে হবে। মনসুরপুরী গত বুধবার কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস জামিয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষ্মীপুরীর সভাপতিত্বে এবং মাদরাসার সহকারী শিক্ষক মাও.ক্বারী হারুনুর রশীদ চতুলীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ইসলামী মহাসম্মেলনে বক্তব্য রাখেন, আল্লামা মুফতি বুরহান উদ্দিন রব্বানী ঢাকা, আল্লামা ইয়াহইয়া মাহমুদ ঢাকা, জামিয়ার শায়খুল হাদীস ও নাইবে মুহ্তামিম আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী, মাওলানা জামিল আহমদ ভারত, শায়খুল হাদিস আল্লামা মুফতি ইউসুফ শ্যামপুরী, শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান শায়খে রায়গড়ী, জামিয়ার নাইবে শায়খুল হাদীস আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, মাওলানা হিলাল আহমদ হরিপুরী, মাওলানা হা. হারুনুর রশীদ উজানীপাড়ী, মাও. মুখলিসুর রাহমান রাজাগঞ্জী, মাও. আব্দুল খালিক শায়খে চাক্তা, মাও. মুবশ্বির আলী, মাও. শফিকুর রাহমান দরবস্তী, মাও. শিহাব উদ্দীন বড়চতুলী, মাও. আব্দুল লতীফ মহেশপুরী। সুধীবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী আলহাজ¦ এম এ মুমিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাহির চৌধুরী, উপজেলা নির্র্বাহী কর্মকর্তা তারেক মুহাম্মদ জাকারিয়া, কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রাহমান, নব নির্বাচিত মেয়র নিজাম উদ্দিন আল-মিজান, বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গির আলম রানা, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাও. আবুল হুসাইন চতুলী,জাপা নেতা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কিউ.এম ফারুক,সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হুসন আহমদ,সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুশতাক আহমদ, বিশিষ্ট সাংবাদিক এম এ হান্নান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়