Monday, February 29

সন্ধান পাওয়া আবু বকরকে কেউ চেনেন?


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একটি মাদরাসাছাত্রের সন্ধান পাওয়া গেছে। আবু বকর নামের ওই ছাত্রকে রোববার রাত ১০টার দিকে জেলা ক্রীড়া ভবন চত্বরে পাওয়া গিয়েছে। সে তার বাড়ির ঠিকানা বলতে পারছে না। একারণে তাকে বাড়ি পৌঁছানো যাচ্ছে না। সিলেট মহানগরীর কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে তাকে রাখা হয়েছে। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম জানান, আবু বকর জানিয়েছে সিলেট নগরীর কদমতলী থেকে দশ মিনিটের দূরত্বে তার বাড়ি। তাঁর পিতার নাম খলিলুর রহমান ও মাতার নাম আলেয়া বেগম বলে জানিয়ে সে বলেছে, কুমিল্লার দাউদকান্দি জামিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র সে। কুমিল্লা থেকেই সে সিলেট এসেছে বলে জানিয়েছে। তার ঠিকানা না পাওয়ায় কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে তাকে রাখা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়