Friday, February 19

কানাইঘাটে নিখোঁজের ৬দিন পর বাবুর্চির লাশ উদ্ধার | আটক-২


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট উপজেলার গাছবাড়ীস্থ তিনচটি গ্রামের বাবুর্চি জামাল উদ্দিনের (৪০) লাশ উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ। গত রবিবার রাত থেকে নিখোজের ৬ দিন পর আজ শুক্রবার বাদ জুম্মা লামাঝিংগাবাড়ীস্থ কটালপুর পশ্চিম থেকে জামালের লাশ উদ্ধার করা হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্য হুমায়ুন আহমেদের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়না দতন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য অাটক করেছে। আটককৃতরা হল দর্জিমাটি গ্রামের রহিম উদ্দিন ও ঝিংগাবাড়ী গ্রামের কবির উদ্দিন। পুলিশ জানিয়েছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে খুনের রহস্য পাওয়া যেতে পারে। এ দিকে স্থানীয় জনগণ প্রকৃত আসামীদের গ্রেফতার করে সর্বচ্চো শাস্তির দাবী জানিয়েছেন। অন্যদিকে নিহত জামালের পরিবারে বইছে শোকের মাতম। তারাও এ খুনের সর্বচ্চো শাস্তি কামনা করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়