Sunday, February 28

কানাইঘাটে ইউপি সচিবদের কর্মবিরতি পালন


কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপস)’র কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ইউপি সচিবদের ৩ দফা দাবী বাস্তবায়ন কর্মসূচীর অংশ হিসেবে গতকাল কানাইঘাটে ইউপি সচিবগণ কর্মবিরতি পালন করেন। বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থান গ্রহণপূর্বক এ কর্মবিরতি পালন করা হয়। ইউনিয়ন পরিষদ সচিবদের ৩ দফা দাবীর মধ্যে রয়েছে (১) সচিবদের পদোন্নতি পূর্বক ১০ম গ্রেড প্রদান (২) বেতন, বোনাস, বিনোদন ভাতাসহ যাবতীয় অর্থের শতভাগ সরকারী কোষাগার থেকে প্রদান ও (৩) ইউনিয়ন পরিষদ কর্মচারীদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন ব্যবস্থা নিশ্চিত করা। কর্মবিরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং লক্ষ্মীপ্রসাদ ইউপি সচিব নজমুল ইসলাম চৌধুরী, ২নং লক্ষ্মীপ্রসাদ ইউপি সচিব রিপন দাস, ৩নং দিঘীরপার ইউপি সচিব আকমল হোসেন, ৪নং সাতবাঁক ইউপি সচিব সজল কান্তি দাস, ৫নং বড়চতুল ইউপি সচিব শাহাব উদ্দিন, ৬নং কানাইঘাট সদর ইউপি সচিব আব্দুল জব্বার ৭নং দক্ষিণ বাণী ইউপি সচিব মোঃ আব্দুল্লাহ, ৮নং ঝিঙ্গাবাড়ি ইউপি সচিব ইয়াহিয়া সিদ্দিক ও ৯নং রাজাগঞ্জ ইউপি সচিব মুহিবুর রহমান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়