Wednesday, February 17

কানাইঘাটে ছাত্রলীগ নেতার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা আনোয়ারুল হকের প্রবাস যাত্রা উপলক্ষ্যে কানাইঘাট ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিদায়ী সংবর্ধনা গত সোমবার বিকেল ৫টায় স্থানীয় সুরইঘাট বাজারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লক্ষীপ্রসাদ ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম সাজুর পরিচালনায় উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা লোভাছড়া চা-বাগানের সত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা মি. জেমস্ লিও ফারগুসন নানকা। বিশেষ অতিথি ছিলেন, জেলা জাপা নেতা এড. আব্দুর রহিম, আ’লীগ নেতা আব্দুল লতিফ, আব্দুল খালিক, ফয়েজ আহমদ। বক্তব্য রাখেন, যুবলীগ নেতা আজিজুল হক, ইসমাইল আহমদ, শ্রমীকলীগ আবু লেইছ, নজরুল ইসলাম, সংবর্ধিত ছাত্রলীগ নেতা আনোয়ারুল হক, ছাত্রলীগ নেতা ফখরুল আহমদ, তাজ উদ্দিন, নাসির, কয়ছর আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা আনোয়ারুল হক বঙ্গবন্ধু আদর্শের একজন পরীক্ষিত সৈনিক ছিলেন। সংযুক্ত আরব আমিরাতে তিনি বঙ্গবন্ধুর আদর্শ প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং দলের সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণে অগ্রণী ভূমিকা পালন করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়