জামালপুর: পানিসম্পদ মন্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে এক এগারোর কুশীলব আখ্যা দিয়ে তার বিচার দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
আজ রবিবার দুপুরে জামালপুর পাবলিক হলে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এই দাবি করেন।
সংসদে জাতীয় পার্টি বিরোধী দলের কাজ করছে না এমন দাবি করে এরশাদ বলেন, ‘সরকারের প্রশংসা করা বিরোধীদলের কাজ নয়।কিন্তু আমরা সংসদে বিরোধীদল হয়ে বিরোধীদলের দায়িত্ব পালন করছি না। সরকারের সমালোচনা না করে প্রশংসা করছি।’
জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধু সত্যিকার বিরোধীদল নয়, আমাদের এখন ১৫১টি আসন পেয়ে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘দেশে এখন সুশাসন নেই। মানুষের নিরাপত্তা নেই। হত্যা, খুন বেড়ে গেছে। শিশুদের হত্যা করা হচ্ছে। মানুষ পথে নিরাপদে পথ চলতে পারে না। এভাবে দেশ চলতে পারে না। এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে সুশাসন ফিরিয়ে আনতে হবে।’
জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমীন হাওলাদার, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খন্দকার হাফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ইকবাল এহসান ছাড়াও জাতীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
পরে এমএ সাত্তারকে সভাপতি, ইকবাল এহসানকে সাধারণ সম্পাদক ও জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে জেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়