Friday, January 15

ড. আর এ গণির শেষ ইচ্ছা


ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. আর এ গণিকে তার শেষ ইচ্ছানুযায়ী বনানীর কবরস্থানে স্ত্রী হোসনে আরা গণির কবরে শায়িত করা হবে। শুক্রবার বিকেলে তাকে দাফন করা হবে। সদ্য প্রয়াত আর এ গণির এপিএস (রাজনীতি) লেলিন বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, হোসনে আরা গণি ২০১০ সালের ৩ সেপ্টেম্বর মারা যান। তাকে বনানীর কবরস্থানে দাফন করা হয়। ড. আর এ গণি বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রাতে স্কয়ার হাসপাতালের হিমঘরে গণির মরদেহ রাখা হয়। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘শুক্রবার সকাল সাড়ে ৯টায় ড. আর এ গণির মরদেহ ধানমণ্ডির বাসভবনে (বাড়ি-৮২৩, রোড-৯/এ) নেয়া হয়। সেখানে মরদেহ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাখা হবে।’ ড. আর এ গণির পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে সকাল ১০টার দিকে মরহুমের ধানমণ্ডির বাসভবনে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কিছুক্ষণ অবস্থান করে সকাল সোয়া ১০টার দিকে মরহুমের বাসভবন ত্যাগ করেন তিনি। বাদ জুম্মা ধানমণ্ডির সাত মসজিদ রোডের ঈদগাহ মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আর এ গণির মরদেহ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুর আড়াইটায় দ্বিতীয় জানাজা শেষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়