Saturday, January 2

যুক্তরাষ্ট্রকে ইরানের পাল্টা হুমকি

যুক্তরাষ্ট্রকে ইরানের পাল্টা হুমকি

কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান। যুক্তরাষ্ট্র যত দিন ইসরায়েলকে সহায়তা করবে ইরানও তত দিন তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়ানো অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রের কোনো হুমকি-ধমকি পরোয়া না করেই ইরান সতর্ক করলো যুক্তরাষ্ট্রকে।

ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্সেরর এক খবরে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ইরানের সরকার দেশটির ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সেকেন্ড ইন কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেন, ‘যুক্তরাষ্ট্র যত দিন ইসরায়েলকে সহায়তা করবে, তত দিন আমরা ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়ানোর কর্মসূচি চালাব। তবে ক্ষেপণাস্ত্র রাখার পর্যাপ্ত জায়গা আমাদের নেই। আমাদের সব স্থলঘাঁটি ও মাটির নিচের গুদাম এরই মধ্যে ভর্তি হয়ে গেছে।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী হোসেন দেহকান বলেন, ‘ইরান ক্ষেপণাস্ত্র তৈরি চালিয়ে যাবে। এ ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা কখনো মানা হবে না। ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে কখনো মার্কিনিদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, আর কখনো হবেও না।’

রয়টার্স বলছে, ইরানের পরমাণু কর্মসূচি স্থগিত করার সম্মতিতে দেশটির সঙ্গে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চুক্তি হয়েছে। এর পর ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা ও অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু এই ধরনের বেপরোয়া বক্তব্যের পর ওবামা প্রশাসন দেশটির ওপর নতুন করে অবরোধ দেওয়ার বিষয়ে ভাবছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়