Friday, January 8

এ ‘ব্যর্থতা’ আমারও

এ ‘ব্যর্থতা’ আমারও
কানাইঘাট নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের উন্নয়ন নিয়ে নিজের ব্যর্থতা স্বীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

তিনি বলেছেন, ‘‘মাস্টার প্লানের কারণে নারায়ণগঞ্জের অনেক উন্নয়ন হয়নি। এ ব্যর্থতা আমারও। সেই ব্যর্থতা থেকেই বলছি, আমরা আশা করছি দ্রুত নারায়ণগঞ্জের উন্নয়ন হবে।’’

শুক্রবার বিকেলে সাড়ে ৫টায় শহরের পাইকপাড়া আমেনা মঞ্জিল এলাকায় স্যাটেলাইট কেবলের (ডিস) সেটআপ বক্স কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘‘নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি। ইভটিজিং প্রতিরোধেও সবাইকে সজাগ থাকতে হবে। কারণ এসব দূর না হলে উন্নয়ন প্রশ্নবিদ্ধ থাকে।’

তিনি বলেন, ‘‘নারায়ণগঞ্জের প্রধান সমস্যা হলো যানজট। আমরা সিটি করপোরেশনকে সহযোগিতা করতে চাই। আমি প্রথম চার থেকে পাঁচ দিন মাঠে থাকবো। আর ছাত্রলীগ, যুবলীগ ও স্কাউটের লোকজন আরও কয়েকদিন রাস্তায় থেকে যানজট নিরসনে কাজ করবে। এ কাজে সিটি করপোরেশনের কাউন্সিলরদের সম্পৃক্ততা থাকতে হবে। আমরা চাই একটি রোডম্যাপ ও পথ দেখিয়ে দিতে যাতে করে আমরা রাস্তা থেকে উঠে গেলেও যানজট নিরসনের পদ্ধতি সিটি করপোরেশন বহাল রাখে।’’

উল্লেখ্য, এই সেটআপ বক্সের মাধ্যমে নারায়ণগঞ্জে ডিস লাইন নিতে ক্যাবলের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র সেটআপ বক্সের মাধ্যমেই চালানো যাবে ডিস লাইন। চলবে ইন্টারনেট ও টিঅ্যান্ডটি লাইনও।

অনুষ্ঠনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুর ইসলাম, শীতলক্ষ্যার সম্পাদক ও নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ আলম দিপু, মহানগর সেচ্ছাসেবক লীগ ও হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়