Wednesday, January 20

জেমি সিডন্সকে মিথ্যাবাদী বললেন মাশরাফি

জেমি সিডন্সকে মিথ্যাবাদী বললেন মাশরাফি
কানাইঘাট নিউজ ডেস্ক: মোহাম্মদ আশরাফুলকে বিশ্বাসঘাতক বলার পাশাপাশি সাবেক কোচ জেমি সিডন্সকে মিথ্যাবাদী বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যয় রচিত মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে লেখা ‘মাশরাফি’ নামক বইয়ে আশরাফুল এবং সিডন্স সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এমন কথা বলেন বাংলাদেশ ক্রিকেটের রঙিন জার্সির অধিনায়ক।

'মাশরাফি' বইটি মাশরাফি বিন মর্তুজার আত্মজীবনী না হলেও মাশরাফিকে নিয়েই লেখা। মূলত বিপিএলের দ্বিতীয় আসরে ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে নিষিদ্ধ হওয়ার কারণে আশরাফুলকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত করলেন মাশরাফি। এখানেই থামেননি তিনি।

সাবেক অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্সকে সরাসরি মিথ্যাবাদী বলেন মাশরাফি। ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপের আগে কোচ সিডন্স মাশরাফিকে কথা দিয়েছিলেন প্রাথমিক স্কোয়াডে নিয়ে ফিটনেস পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন; কিন্তু সিডন্স তাকে প্রথমে আশ্বাস দিলেও, পরে তা বেমালুম অস্বীকার করেন। যে কারণে সিডন্সকে মিথ্যাবাদী আখ্যা দিলেন ম্যাশ। ‘মাশরাফি’ বইতেই উল্লেখ আছে বিষয়টা।

মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘নতুন করে বিতর্ক টেনে আনার মানে হয় না। আমি শুধু তার মিথ্যা কথা বলা দেখে খুব অবাক হয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন, তোমাকে নিশ্চয় প্রাথমিক স্কোয়াডে রাখা হবে। সেখানেই তোমার ফিটনেস দেখা হবে এবং এরপরই সিদ্ধান্ত নেবো তোমাকে রাখা হবে কি হবে না। আমি চিন্তা করলাম, এটা অনেক বড় সুযোগ এবং মোহামেডানের হয়ে একটি ম্যাচও খেলে ফেললাম।

অথচ, তিনি (সিডন্স) পুরোপুরি তা অস্বীকার করে গেলেন। আপনাদের অনেকেই হয়তো দেখেছিলেন, একদিন ইনডোরে আমি তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। তখন তাকে বলেছিলাম যে, যে কোনো জায়গায় মিথ্যা বলতে পারাটা তোমার স্বভাব, তা আমি জানতাম না। এবার সেটাই জানলাম আমি।’

মাশরাফিকে নিয়ে লেখা এই বইটিতে মাশরাফি সম্পর্কে অজানা অনেক কথাই উঠে এসেছে খোদ মাশরাফির বচন থেকে। তবে সমগ্র টাইগার সমর্থকরা, মাশরাফি সমর্থকরা তাদের প্রত্যাশানুযায়ী 'না জানা কথা, প্রশ্নের জবাব, এই বই থেকে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন লেখক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়