Friday, January 8

কানাইঘাটে আব্দুল হামিদ সড়কের নাম ফলক ভাংচুরের ঘটনায় মামলা


নিজস্ব প্রতিবেদক: গত বৃহস্পতিবার কানাইঘাট ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের নিজ বাউরভাগ পশ্চিম গ্রামের হাজী আব্দুল হামিদ পাকা সড়কের নাম ফলক ভাংচুরের ঘটনায় নিজ বাউরভাগ পশ্চিম গ্রামের ১৮ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২০/২৫জনকে আসামী করে কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার মামলা নং- ০৫, তাং- ০৭/০১/২০১৬ইং। অভিযোগে জানা যায়, নিজ বাউরভাগ পশ্চিম ও এলাকাবাসীর অনুরোধে জনস্বার্থে নিজ বাউরভাগ পশ্চিম গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এম.এ শাকুর সিদ্দিকী কানাইঘাট বোরহান উদ্দিন রোড হইতে নিজ বাউরভাগ পশ্চিম গ্রামে জন চলাচলের রাস্তাঘাট না থাকায় যোগাযোগ ব্যবস্থার অমূল পরিবর্তনের লক্ষ্যে ২০০৭ইং সনে প্রায় ২ কোটি টাকা ব্যায়ে নিজ অর্থায়নে বাউরভাগ পশ্চিম গ্রামের পাকা রাস্তা-কালভার্ট এবং ব্রিজের কাজ সম্পন্ন করেন। গ্রামবাসীর সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজসেবী মরহুম হাজী আব্দুল হামিদের নামে উক্ত সড়কে নাম করন করা হয়। পাশাপাশি ৭নং বানীগ্রাম ইউনিয়ন পরিষদ, উপজেলা সমন্বয় কমিটি এবং জেলা সমন্বয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এলাকার উন্নয়ন কর্মকান্ডে সরকারের পাশাপাশি সমাজ হৈতশী প্রবাসী ব্যক্তিদের এগিয়ে আসার লক্ষ্যে এবং তাদের উৎসাহ উদ্দীপনা দিতে হাজী আব্দুল হামিদ সড়কের অনুমোদন দেওয়া হয়। ২০১৫ইং সনের ২২/১০/২০১৫ইং তারিখে সরকারী গ্যাজেটে উক্ত সড়কের নাম হাজী আব্দুল হামিদ সড়ক নামে গ্যাজেট প্রকাশ করে প্রজ্ঞাপনা জারি হয়। প্রজ্ঞাপন জারির পর নিজ বাউরভাগ পশ্চিম হাজী আব্দুল হামিদ সড়কের নাম ফলক স্থাপন করা হয়। কিন্তু এলাকার কতিপয় লোকজন এর বিরোধিতা করে এলাকায় দাঁঙ্গাহাঁঙ্গামা সৃষ্টির চেষ্টা করে। গত বৃহস্পতিবার সকাল অনুমান ১০টার সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাজী আব্দুল হামিদ সড়কের নাম ফলক নিজ বাউরভাগ গ্রামের কিছু লোকজন ভাংচুর করে। এ ঘটনায় আহত জসীম উদ্দিন বাদী হয়ে নাম ফলক ভাংচুরকারী ১৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করে উক্ত মামলা দায়ের করেন। উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়