কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটে ২২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের পাশে এ প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী পাশে স্থাপিত জনসভা মঞ্চে আসন নেন। এখানে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এ জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।
২২টি প্রকল্পের মধ্যে সিলেটের ১০টি প্রকল্পের উদ্বোধন ও ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনকৃত প্রকল্পগুলো হলো- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, জৈন্তাপুর উপজেলায় ১টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সিলেট এ.পি.বি.এনএর ব্যারাক ভবন, ওসমানীনগর থানা ভবন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেল নির্মাণ (৩৭-ইউনিট) শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত হোস্টেল ভবন (৪ তলা, ভিতসহ ২য় তলা), খাদিমপাড়ায় ৩০ শয্যা বিশিষ্ট শাহপরান হাসপাতাল, সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় লাইব্রেরি ভবনের উদ্বোধন করবেন।
এছাড়া সিলেট আউটার স্টেডিয়াম, খসরুপুর বাজার জিসি-পৈলানপুর-বালাগঞ্জ জিসি সড়ক উন্নয়ন, হরিপুর জিসি-গাছবাড়ী জিসি সড়ক উন্নয়ন (কানাইঘাট অংশ), মৈয়াখালী বাজার-আর এন্ড সুইচ (বারোহাল ইউপি অফিস) ভায়া হাটুবিল মাদ্রাসা সড়ক উন্নয়ন, নারী পুলিশ ডরমেটরী ভবনের ঊর্ধ্বমুখি সম্প্রসারণ কাজ, শাহপরান থানা ভবন নির্মাণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা অফিস নির্মাণ, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন (৫ম তলা ভিত বিশিষ্ট ৩-তলা) নির্মাণ, তামাবিল স্থলবন্দর নির্মাণ, হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার, ৩ তলা ভিত বিশিষ্ট মসজিদ, মহিলা এবাদতখানা ও সংযোগ সড়ক নির্মাণ কাজ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেট বিভাগ এবং সিভিল সার্জন সিলেট কার্যালয় নির্মাণ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃক বাস্তবায়নাধীন সিলেট ইলেকট্রোনিক সিটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী মদন মহন কলেজের মদন মোহন কলেজের ৭৫ বছরপূর্তি উৎসবে যোগদান করেন।
Thursday, January 21
এ সম্পর্কিত আরও খবর
বিক্রি হয়ে যাবে বেক্সিমকোর যেসব কোম্পানি বেক্সিমকো গ্রুপের লোকসানে থাকা পোশাকশিল্প খাতের ১৬টি কোম্পানির মালিকানা বিক্রি করে দেবে অন্তর
সর্বসাধারণের কাছে সমাদৃত এক বুজুর্গ আলেমইলিয়াস মশহুদ::আলেম-উলামার অঞ্চল নামে খ্যাত সিলেট জেলার কানাইঘাট উপজেলা একটি আলোকিত জনপদ। এ জনপদে জন
পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত দুর্দান্ত বোলিংয়ের পর আস্থাশীল ব্যাটিংয়ে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯
ইতিহাসের প্রথম জুমা যেমন ছিল‘জুমা’ শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া। শুক্রবার মসজিদে জোহরের চার রাকাতের পরিবর্ত
ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে: শাহজাহান সেলিম বুলবুলকানাইঘাট নিউজ ডেস্ক:জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি,সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়া
অভাব মোচনে নবীজি যে নির্দেশনা দিয়েছেন মহান আল্লাহ মাঝে মাঝে মানুষকে পরীক্ষা করার জন্য অভাব-অনটন, বিপদ-আপদ দান করেন। নবীজি (সা.) ও স
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়