Wednesday, January 20

হোয়াটসঅ্যাপ একদম ফ্রি!


তথ্য প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ একদম ফ্রি করে দিয়েছে প্রতিষ্ঠানটি। বছর শেষে দশমিক ৯৯ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হতো। এখন এই ফি তুলে দেয়া হয়েছে। হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জ্যান কোয়াম বলেন, ‘ভোক্তা পর্যায়ে আমাদের অবস্থান এখন ভালো। কিন্তু প্রতিদিনের জীবনযাত্রায় যোগাযোগের আরও অনেক দিক রয়েছে। ব্যবসার কথা মাথায় রেখেই যোগাযোগ বাড়াতে ইচ্ছুক থাকেন অনেকে।’ তিনি বলেন, সাবস্ক্রিপশন ফি সরিয়ে নেয়ায় হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা বাড়বে; বিশেষ করে ভারত, ব্রাজিলের মতো উদীয়মান বাজারগুলোয়। কোয়ামের ভাষ্যে, ভারত ও ব্রাজিলের গ্রাহকদের অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন না। তাই তাদের জন্য সাবস্ক্রিপশন ফি মেটানো কঠিন হয়ে পড়ে। হোয়াটসঅ্যাপের লক্ষ্য ফেসবুকের মতো বাজার সৃষ্টি করা। মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১২০ কোটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়