Sunday, January 3

নতুন পরিচয়ে নিপুণ


বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা হিসেবেই নিপুণ বেশি পরিচিত। এবার এর পাশাপাশি নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। একজন ব্যবসায়ী হিসেবে ৪ জানুয়ারি থেকে নতুন দায়িত্বও পালন করবেন তিনি। টিউলিপ নেইলস অ্যান্ড স্পা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করছেন নিপুণ। তার বিজনেস পার্টনার হিসেবে আছেন তারই ছোট ভাই হাসান মাহমুদ ইমতাজ। বাংলাদেশের সৌন্দর্য শিল্পচর্চার প্রেক্ষাপটে 'টিউলিপ নেইলস অ্যান্ড স্পা লিমিটেড' একেবারেই নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে। কাল দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণের নতুন জীবনের যাত্রা শুরু হবে। তার বাবার বন্ধু সংসদ সদস্য শেখ সেলিম 'টিউলিপ নেইলস অ্যান্ড স্পা লিমিটেড'-এর উদ্বোধন করবেন। এ প্রসঙ্গে নিপুণ বলেন, 'অনেক স্বপ্ন নিয়ে দেশের মানুষের কথা চিন্তা করে আমি এবং আমার ভাই টিউলিপ নেইলস অ্যান্ড স্পার যাত্রা শুরু করছি। সবার দোয়ার পাশাপাশি চাই সহযোগিতাও। আমার বিশ্বাস, এখানে এলে সংশ্লিষ্ট কাজের জন্য দেশের বাইরে যাওয়ার কথা কেউ চিন্তাও করবেন না। সৌন্দর্য চর্চায় টিউলিপ সব সময়ই পাশে থাকার অঙ্গীকার নিয়েই এসেছে।' নিপুণ জানান, গ্রাহকদের সার্বক্ষণিক সুবিধার জন্য থাইল্যান্ড থেকে আসা পাঁচজন অ্যাক্সপার্ট থাকছেন। নিপুণ ও তার ভাই ইমতাজের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে এ ব্যবসা। এদিকে জানুয়ারিতেই নিপুণ শুরু করছেন দেলোয়ার জাহান ঝন্টুর নির্দেশনায় '৫২ থেকে ৭১' চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে আছেন ফেরদৌস। নিপুণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে ড. অরূপ রতনের 'স্বর্গ থেকে নরক' ও মানিক মানবিকের 'শোভনের স্বাধীনতা'। শাহ আলম কিরণের 'সাজঘর' ও মোহাম্মদ হোসেনের 'চাঁদের মতো বউ' চলচ্চিত্রে অভিনয় করে নিপুণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়