Wednesday, January 6

মজলুমের পাশে দাঁড়ানোও ইবাদত


কানাইঘাট নিউজ ডেস্ক: কারও সঙ্গে অন্যায় আচরণ করা; কারও ওপর জুলুম করা ইসলামে নিষিদ্ধ। ইসলাম সবসময় মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। জালেমরা আল্লাহর শত্রু; তারা আল্লাহর রোষানলে পতিত হয়। যুগে যুগে জালেম সম্প্রদায় ধ্বংসের অতলে হারিয়ে গেছে। পবিত্র কোরআন বলছে, 'নিশ্চয়ই জালেমরা সফলকাম হবে না।' জালেমদের পরিণতি সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, 'আমি কত জনপদের ধ্বংস সাধন করেছি, যার অধিবাসীরা ছিল জালেম। আর তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি।' জালেমের শাস্তি একটু দেরিতে হয়। এর মধ্যেও আল্লাহর বিশেষ প্রজ্ঞা নিহিত আছে। আল্লাহ জালেমদেরকে জুলুম থেকে ফিরে আসার সর্বাত্মক সুযোগ দেন। হাদিসে আছে, 'আল্লাহ জালেমকে সুযোগ দেন। অতঃপর যখন ধরেন আর ছাড়েন না।' জালেমের হাত চেপে না ধরলে পৃথিবীতে অশান্তির দাবানল ছড়িয়ে পড়বে। আর সে দাবানলে ছারখার হবে শান্তিকামী মানুষ। তাই আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন, 'ফেতনার অবসান এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমরা তাদের সঙ্গে লড়াই করো। অতঃপর তারা যদি নিবৃত হয়ে যায় তখন কারও প্রতি জবরদস্তি নেই। তবে জালেমরা ব্যতীত।' আল্লাহ তায়ালা সর্বদা মজলুমের পক্ষাবলম্বন করেছেন। তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাসুল (সা.) বলেন, 'আল্লাহ মজলুমের প্রার্থনা কবুল করেন, যদিও বিলম্বে হয়।' মজলুমকে সহযোগিতা করা ইবাদততুল্য। জুলুম হতে দেখলে সামর্থ্য থাকলে অবশ্যই তাতে বাধা দিতে হবে। কারণ অসৎ কাজ হতে দেখলে সামর্থ্য থাকলে হাতে, নাহলে মুখে অন্তত মনে মনে ঘৃণার কথা হাদিসে আছে। কোনো সমাজে, রাষ্ট্রে বা পরিবারে জুলুম হতে দেখলে সত্যিকার ঈমানদারের কাজ হলো জুলুমের মূলোৎপাটন করা। তাতে সামর্থ্যবান না হলে অন্তত মজলুমের পক্ষে দাঁড়ানো। প্রতিকূলতা জেনেও যে মজলুমের পক্ষাবলম্বন করে আল্লাহ তাকে বিশেষ সাহায্য করেন। যুগে যুগে প্রেরিত নবী-রাসুলেরা মজলুমের পক্ষে কাজ করেছেন। শোষিত-বঞ্চিত মানুষদের পক্ষে কথা বলেছেন। হাদিসে জালেমকে জুলুম থেকে বিরত রাখার কথা বলা হয়েছে। এটাও জালেমের প্রতি একধরনের অনুগ্রহ। এজন্য মজলুমের সহযোগিতার পাশাপাশি জালেমকেও জুলুম থেকে ফিরিয়ে রেখে সহযোগিতা করতে হবে। জুলুমমুক্ত সমাজ ইসলামের চির প্রত্যাশিত। জুলুমমুক্ত সমাজ গড়ার জন্য সমাজের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। এটা ঈমানেরও দাবি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়