আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ:
জাপানে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৭ জন। শুক্রবার সকালে কারুইজাওয়া শহরের কাছে পাহাড়ঘেষা একটি স্থানে দুর্ঘটনাটি ঘটেছে ।
৪১জন যাত্রী নিয়ে বাসটি রাজধানী টোকিও থেকে মধ্যাঞ্চলীয় নাগানোর একটি স্কি রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু বাসটি ছিটকে পড়ে উল্টো দিকে কয়েক মিটার নিচে গড়িয়ে পড়ে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে জাপানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছেন। স্থানীয় সরকারের প্রধান মুখপাত্র ইয়োশিহিদে সুগা টোকিওর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একটি বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ২৭ জন। তিনি আরো জানিয়েছেন, পরিবহন মন্ত্রণালয় ওই দুর্গঘটনার তদন্তে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছেন।
জাপানে শীতকালে স্কিসহ অন্যান্য খেলাধুলা বেশ জনপ্রিয়। এই সময় পাহাড়ি এলাকার অবকাশ কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য অনেকেই বাসকেই বেছে নেন। কিন্তু এ বছর দেশটিতে বেশ কিছু বাস দুর্ঘটনা ঘটেছে। এজন্য অধিকাংশ মানুষই চালকদের দোষারোপ করে থাকেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়