Tuesday, January 5

কানাইঘাটে হুইপ সেলিম!বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে যোগ্যতার বিকল্প নেই


কানাইঘাট নিউজ ডেস্ক: বিরোধীদলীয় হুইপ ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন এমপি বলেন, বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে মেধা ও যোগ্যতার কোন বিকল্প নেই। তাই আমাদেরকে আর পিছিয়ে পড়ে থাকলে চলবে না। এ জন্য সকলকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরোও বলেন, প্রতিযোগিতামুলক এই বিশ্বে টিকে থাকার জন্য ছাত্র-ছাত্রীকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে। সমাজ জীবন ও রাষ্ট্রকে আলোকিত করতে ছাত্র-ছাত্রীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। মঙ্গলবার কানাইঘাট উপজেলার সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিলেট কৃষি বিশ্ব-বিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার একে এম ফজলুর রহমান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস শহীদ লস্কর বশীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, মালিক-নাহার কলেজের অধ্যক্ষ মাশুক আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের সহকারী পরিদর্শক তাজিম উদ্দিন, কানাইঘাট উপজেলা জাপা নেতা আলাউদ্দিন মামুন, দিঘিরপার পূর্ব ইউপি আওয়ামীলীগের সভাপতি আলী হোসেন কাজল, দিঘিরপার পূর্ব ইউপি জাপার সভাপতি ওলিউর রহমান, জেলা জাপা নেতা আবুল হোসেন, সিলেট জেলা ছাত্র সমাজের আহ্বায়ক বেলাল উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক মান্না আহমদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুন উদ্দিন, জেলা যুব সংহতি নেতা মুহিবুর রহমান খান মুকিত, জাপা নেতা লাল পির, নজমুল ইসলাম, শামীম আহমদ, কামরুল ইসলাম, আব্দুল বাছিত প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়