Sunday, January 3

বিয়ের পরই বলিউড ত্যাগ করেছেন যেসব নায়িকারা

বিয়ের পরই বলিউড ত্যাগ করেছেন যেসব নায়িকারা

কানাইঘাট নিউজ ডেস্ক: বলিউডের এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যারা বিয়ের পর কেবল সংসারের জন্য একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন বড়পর্দার সঙ্গে। মুভিরিভিউপ্রিভিউ ওয়েবসাইট অবলম্বনে এমনই ১০ জন অভিনেত্রী সম্পর্কে জেনে নিন.....

১. নার্গিস
রাজ কাপুরের সঙ্গে নার্গিসের প্রেমের গল্পটাই ছিল সিনেমার মতো। সে প্রেম সফল হয়নি, সহ-অভিনেতা সুনীল দত্তকে বিয়ে করার পর সংসারকেই একেবারে বেছে নিয়ে বড়পর্দাকে বিদায় জানিয়েছিলেন নার্গিস।

২. ববিতা কাপুর
যথেষ্ট ভালো ক্যারিয়ার ছেড়ে বিয়ের পর সংসারই করেছেন ববিতা। ববিতার স্বামী হলেন রণধীর কাপুর। এই দম্পতির দুই মেয়ে কারিশমা ও কারিনা বহুদিন দাপটের সঙ্গে কাজ করেছেন বলিউডে। ববিতার অভিনয় ছাড়ার কারণ, কাপুর পরিবারের বউদের সিনেমায় অভিনয় করার রেওয়াজ নেই।

৩. সায়রা বানু
সে সময়ের দারুণ আবেদনময়ী, প্রতিভাময় অভিনেত্রী সায়রা বানু মাত্র ২২ বছর বয়সে বিয়ে করেন দিলীপ কুমারকে। দিলীপের তখন কিন্তু বেশ বয়স হয়ে গিয়েছে! বিয়ের পরে একেবারেই বড়পর্দাকে বিদায় দিয়ে দেন সায়রা।

৪. মন্দাকিনী
‘রাম তেরি গঙ্গা মৈলি’ ছবির জন্য আলোচিত এই অভিনেত্রী বিয়ে করেন ১৯৯০ সালে, এরপর তাঁকে কখনোই বড়পর্দায় দেখা যায়নি।

৫. টুইংকল খান্না
‘বরসাত’-এ সাড়া ফেলে দেওয়া অভিষেক হলেও খুব বেশি সফল অভিনেত্রী ছিলেন না সুপারস্টার রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইংকল। অক্ষয় কুমারের সঙ্গে বিয়ের পর অভিনয়কে একেবারেই বিদায় জানান টুইংকল। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অভিনয় কোনোদিনই ভালো লাগত না তাঁর!

৬. সোনালি বেন্দ্রে
নিজের সময়ে সেরা আবেদনময়ী কিংবা স্মার্ট অভিনেত্রী ছিলেন বটে সোনালি বেন্দ্রে। ২০০২ সালে গোল্ডি ব্যাহেলকে বিয়ে করার পর সিনেমা ছেড়েই দেন তিনি। পরে দু-একটি ছবিতে অতিথি চরিত্রে এসেছেন কেবল, তবে নিয়মিত কাজ করেছেন ছোটপর্দায়, এখনো করছেন।

৭. ভাগ্যশ্রী
‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবি দিয়ে জাদুকরি সাফল্য পেয়েছিলেন ভাগ্যশ্রী। সে সময় বলিউডে তার কদরও হয়েছিল চূড়ান্ত রকম। কিন্তু সেদিকে না গিয়ে চট করেই বিয়ে করে ফেলেন তিনি, আর বিয়ের পর স্বামীর মত না থাকায় নাকি আর সিনেমাতেই ফেরেননি!

৮. নম্রতা শিরোদকর
বলিউডে বেশ ভালো ক্যারিয়ারই ছিল নম্রতার। কাজ করেছেন মোটামুটি লম্বা সময়। ২০০৫ সালে তেলেগু সুপারস্টার মহেশ বাবুকে বিয়ের পর একেবারেই বিদায় জানিয়ে দেন অভিনয় জীবনকে।

৯. মীনাক্ষী শেষাদ্রী
এক দশকের মতো সময় ধরে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। বাণিজ্যিক ছবির পাশাপাশি সব ধরনের ছবিতেই প্রশংসা পেয়েছেন সাবলীল অভিনয়ের জন্য। তবে বিয়ের পর একেবারেই বিদায় জানিয়েছেন বলিউডকে।

১০. গায়ত্রী জোশি
‘স্বদেশ’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন এই অভিনেত্রী। বছরখানেক বাদে বিয়ে করে বলিউড ক্যারিয়ারকে একেবারেই বিদায় জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়