Sunday, January 3

দিল্লিতে জঙ্গি প্রবেশ, ৭২ ঘণ্টার মধ্যে ‘নাশকতা’

দিল্লিতে জঙ্গি প্রবেশ, ৭২ ঘণ্টার মধ্যে ‘নাশকতা’


কানাইঘাট নিউজ ডেস্ক: সন্ত্রাসের ছায়া এবারে খাস দিল্লিতে। নাশকতার পরিকল্পনা নিয়ে দুই ‘জইশ’ জঙ্গি দিল্লিতে ঢুকে পড়েছে বলে ভারতের গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে ট্রেনে নাশকতা চালানো হতে পারে বলে এদিন সকালেই খবর আসে গোয়েন্দাদের কাছে। খবর এএফপির।

গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, এই খবর পাওয়ার পরেই রবিবার দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয়। বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশনে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। নাশকতার নির্দিষ্ট পরিকল্পনা করেই এই দুই জঙ্গি দিল্লিতে এসেছে ।

সম্ভাব্য জঙ্গি হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের কমিশনার বি এস বাস্সি এদিন সকালেই একটি জরুরি বৈঠক ডাকেন। বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশনে আধাসামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে ইতোমধ্যেই। দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

দিল্লিগামী এবং দিল্লি থেকে ছাড়া সব ট্রেনে তল্লাশি চালানো হয়। রেলমন্ত্রী সুরেশ প্রভুও নিরাপত্তা আঁটোসাঁটো করার নির্দেশ দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়