Friday, January 8

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
কানাইঘাট নিউজ ডেস্ক: ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল।

পাকিস্তানে সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ৩টা ৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। নতুন বছরের প্রথম সপ্তাহে এই নিয়ে তিনবার ভূমিকম্প হলো পাকিস্তানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির কেন্দ্র ছিল পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছাকাছি এলাকায়। আফগানিস্তানের জার্ম সীমান্ত শহর থেকে ৩২ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে ভূপৃষ্ঠ থেকে ২১৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার, মালাকান্দ, মানসেহরা, হরিপুর ও অ্যাবোটাবাদে এ কম্পন অনুভূত হয়। এ ছাড়া আফগানিস্তান ও কাশ্মীরেও ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভবনধ্বসের সম্ভাবনা আছে বলে জানিয়েছে ডন। খাইবার পাখতুনখাওয়া এলাকার একটি রাস্তা ও একটি মসজিদ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া উপদ্রুত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়েছে ডন অনলাইনের খবরে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়