Friday, January 15

সিংড়ায় শিশুকে গলাটিপে হত্যা

সিংড়ায় শিশুকে গলাটিপে হত্যা
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি সাত বছরের এক শিশুকে গলাটিপে হত্যা করেছে। যে সম্পর্কে নিহত শিশুর সাবেক দুলাভাই আবার ফুফাতো ভাইও। ঘটনার শিকার খানজাহান আগমুরশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে আগমুরশন গ্রামের কৃষক আবু তালেবের ছেলে।

শুক্রবার ভোর রাতে সিংড়া থানা পুলিশ উপজেলার দূর্গম পল্লীর আগমুরশন গ্রামের সাবেক দুলাভাইয়ের বাড়ি থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর মর্গে পাঠানো হয়।

এদিকে এই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে নিহত শিশুর ফুফু হেলেনা বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে নিহতের বাবা আবু তালেব বাদী হয়ে বোন হেলেনা বেমগ ও ভাগ্নে হেলালসহ পাঁচজনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

সিংড়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শিশুর বড় বোন রোকেয়া বেগমের ফুফাতো ভাই হেলালের সাথে বিয়ে হয়। বিয়ের তিন বছর পরে তাদের পারিবারিকভাবে বিচ্ছেদ ঘটে। এই বিরোধের জের ধরে প্রায় ছয় মাস আগে মামার বাড়িতে আগুন লাগিয়ে দেয় হেলাল উদ্দিন। এ বিষয়ে সিংড়া থানায় সাধারণ ডায়েরি করা হলে গ্রাম্য শালিসে তা মিমাংস হয়। এরপর থেকেই বিভিন্ন সময় হেলাল প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে আসছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার মামাতো ভাই শিশু খানজাহানকে গোপনে বাড়িতে নিয়ে গলাটিপে হত্যা করে তার মায়ের ঘরে বস্তার ভেতরে লাশ রেখে দেয়। পরে এলাকাবাসী মিলন নামের এক ব্যক্তিকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

আটককৃতরা হলো, ফুফু হেলেনা (৪৫), মিলন (২৪) ও আসাদুল (২৪)। সিংড়া থানার ওসি নাসির উদ্দিন সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত তিনজন আটক করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়