Wednesday, January 20

মঙ্গলগ্রহে এলিয়েন ভাল্লুক


কানাইঘাট নিউজ ডেস্ক: মঙ্গলগ্রহে ভাল্লুকের মতো দেখতে দুটি এলিয়েনের চিত্র ধারণ করেছে নাসা। নাসার ধারণ করা চিত্রে দুটি প্রাণি দেখা মনে হচ্ছে, একটি বড় ভাল্লুক, আরেকটি ভাল্লুকের ছানা। এলিয়েন আছে বলে যারা বিশ্বাস করেন না ‘মঙ্গল গ্রহে ভাল্লুক’ তাদের জন্য একটি প্রমাণ হতে পারে। ইউটিউবে মিস্টার এনিগমা নামে এক ব্যক্তি ভিডিও চিত্রটি পোস্ট করেছেন। তিনি দাবি করেছেন, এটি হতে পারে কোনো একটি প্রাণি বা প্রাণির মূর্তি। তিনি বলেন, আরও বেশি অদ্ভুত ব্যাপার হচ্ছে, ছবিটির বামে ছোট প্রাণি বা বাচ্চার মতো কিছু একটা দেখা যাচ্ছে। যদিও মুখায়ব দেখতে একটু ভিন্ন। তবে ছবি দেখে মনে হচ্ছে পৃথিবীর প্রাণিদের সঙ্গে সাদৃশ্য রয়েছে। তিনি আরও বলেন, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আমাদের প্রতিবেশী মঙ্গল গ্রহ থেকে এসেছে বলে অনেক তত্ত্ব রয়েছে। তাই মঙ্গল গ্রহে ভাল্লুক থাকার সম্ভাবনা অনেক বেশি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়