Friday, January 8

বরফের হোটেল


লিয়াকত হোসেন: চমৎকার শীত পড়েছে। গত কয়েকদিন আগেও স্টকহোমের তাপমাত্রা ছিল মাইনাস বাইশ। অবশ্য সুইডেনের উত্তরে তাপমাত্রা কোথাও কোথাও মাইনাস পঁয়ত্রিশ থেকে চল্লিশে নেমে গেছে। বিগত দশ বছরের মধ্যে এমন চমৎকার শীত আর আসেনি। মাঠঘাট, বাড়িঘর, গাছপালা, পাহাড়-পর্বত, সবুজ প্রান্তর সাদা স্নোর আবরণে ঢেকে গেছে। শীতের প্রারম্ভে গাছের পাতা ঝরে গেছে, এখন শাখা-প্রশাখাগুলো সাদা শুভ্র স্নো হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির কাছের লেকটির জল জমে বরফ হয়ে গেছে। লেকের ওপর নৌকা নয়, স্কী ছুটছে। যেদিকে তাকানো যায় শুধু সাদা শুভ্র স্নো আর স্নো। এহেন স্নোর ওপর রাতে যখন চাঁদের আলো এসে পড়ে তখন মনে হয় চারদিকে হাজার তারার জোনাকি। চমৎকার বৈকি! সুইডেনের উত্তরে শীতের মাত্রা অত্যধিক হলেও জীবনযাত্রা থেমে নেই। এ সময় উত্তরের আকর্ষণ আইস হোটেল। আইস হোটেল গড়ে ওঠে সাময়িক সময়ের জন্য। ডিসেম্বর থেকে এপ্রিল মাত্র চার মাস। আইস হোটেলের সম্পূর্ণ কাঠামো তৈরি হয় মোটা শক্ত আইসবার দিয়ে। আইসবারগুলো কাচের মতো স্বচ্ছ আবার হেজিও হয়। হোটেলের প্রতিটি কক্ষ, বিছানা, দেয়াল, আসবাবপত্র, ঝাড়বাতি, শিল্পকর্ম সবই তৈরি হয় আইস দিয়ে। হোটেলের খাদ্যসামগ্রী, ব্যবহারিক বস্তুগুলোও তৈরি হয় আইস থেকে। প্রায় সাড়ে ছয় হাজার স্কয়ার ফিট জায়গা নিয়ে বিশ্বের সর্বপ্রথম আইস হোটেল তৈরি হয় সুইডেনের উত্তরের বৃহৎ শহর কিরুনার জুকাসার্ভি নামক গ্রামে। কিরুনা থেকে জুকাসার্ভির দূরত্ব সতের কিলোমিটার, ১৯৮৯ সালে জনৈক জাপানি আইস ভার্স্কয শিল্পী ওই গ্রামে আইস শিল্পকর্মের এক প্রদর্শনী হল স্থাপন করেছিলেন। এর পরের বছর ১৯৯০ সালে ফরাসি শিল্পী জেনট ডেরিস ওই গ্রামেই প্রদর্শনীর ব্যবস্থা করেন। প্রদর্শনীতে অনেক দর্শক সমাগম হয়। একরাতে নিকটবর্তী হোটেলে স্থান সংকুলান না হওয়ায় আগত অতিথিরা প্রদর্শনী হলটিকে রাত যাপনের জন্য আবেদন করেন। প্রদর্শনী হলটি ছিল আইস দ্বারা তৈরি। অতিথিরা স্লিপিং ব্যাগ ও সম্বরের চামড়া গায়ে জড়িয়ে রাত যাপন করেন। সেই থেকে শুরু হয় আইস হোটেলের যাত্রা। সুইডেন ও ফিল্যান্ডের সীমান্ত দিয়ে বয়ে যাওয়া থর্ন নদী থেকে নিয়ে আসা বিরাট বরফের চাঁই কেটে তৈরি হয় বরফের ইট। ওই ইট দিয়ে তৈরি হয় বিশাল আইস হোটেল। প্রদর্শনী হলসহ হোটেল কক্ষগুলো তৈরি করতে প্রয়োজন হয় দশ হাজার টন আইস ও ত্রিশ হাজার টন স্নো। থর্ন নদীর জল এতই স্বচ্ছ ও প্রাকৃতিক শোধিত যে, সে জল সরাসরি নদী হতে উঠিয়ে পান করা যায়। স্ক্যান্ডিনেভিয়া তথা ইউরোপের মধ্যে থর্ন নদীর জল কখনো শিল্প কারখানায় ব্যবহার করা হয় না। তাই এই নদীর জল হতে তৈরি আইস ক্রিস্টালের মতো স্বচ্ছ। বিশ্বখ্যাত ও বিভিন্ন স্থান হতে আগত পঞ্চাশ জন শিল্পী বরফের আইসবারে ফুটিয়ে তোলেন তাদের শ্রেষ্ঠ শিল্পকর্ম। আইস হোটেলে রাত যাপন করা যায় বৈকি। রাত যাপনের জন্য রয়েছে কোল্ডরুম ও ওয়ার্মরুম এবং শীতল ও উষ্ণ কক্ষ। শীতল কক্ষগুলোর প্রতি রাতের ভাড়া বিভিন্ন রকম। ডিলাক্স সুইট সাড়ে আট হাজার ক্রোনার। আর্ট সুইট চার হাজার দুশ হতে সাড়ে সাত হাজার ক্রোনার। নর্দান লাইট তিন হাজার চারশ হতে সাড়ে ছয় হাজার, আইস রুম দু হাজার নয়শ হতে পাঁচ হাজার আটশ, স্নোরুম আড়াই হাজার হতে চার হাজার একশ ক্রোনার। প্রতিটি কক্ষের তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি। শীতল কক্ষগুলোয় বরফের বিছানায় সম্বরের চামড়ার চাদর ও লেপ দিয়ে বিছানা সাজানো, তবে স্নান করার ব্যবস্থা নেই। সে ব্যবস্থা রয়েছে ওয়ার্মরুমে। ওয়ার্মরুম বা উষ্ণ কক্ষগুলো সাজানো গোছানো তবে কাঠের তৈরি। এই সব কক্ষের ভাড়া অপেক্ষাকৃত কম। আর্টিক চ্যালেটরুম প্রতি রাতের ভাড়া সতেরশ পঁচিশ হতে দুই হাজার সাতশ, নর্ডিক চ্যালেট কক্ষগুলোর ভাড়া একই আর কামোস কক্ষগুলো আঠারশ চল্লিশ হতে তিন হাজার দুশ ক্রোনার। ইচ্ছে করলে আপনি এক রাতের মধ্যে অর্ধরাত কোল্ডরুম ও অর্ধরাত ওয়ার্মরুমেও থাকতে পারেন। দুটি পরিবেশেরই অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এক ক্রোনারকে প্রায় দশ দিয়ে গুণ করলেই টাকার মান পাওয়া যাবে। আইস হোটেলে বিয়ে আয়োজনের এক্সক্লুসিভ ব্যবস্থাও রয়েছে। তবে অতিথি আপ্যায়ন সীমাবদ্ধ, ত্রিশ হতে পঁয়ত্রিশ জন। আইস চার্চে বিয়ে সম্পন্নের পর ওয়ার্ম হলে ডিনারের ব্যবস্থা। অতিথিদের জন্য শপিংয়ের ব্যবস্থাও আছে। ক্রিস্টাল স্বচ্ছ আইস কেটে তৈরি করা হয় বিভিন্ন সামগ্রী। মানুষ-সমান উঁচু ক্রিস্টাল স্বচ্ছ আইস ব্লক, ওজন প্রায় দুই টন, মূল্য সাড়ে নয় হাজার ক্রোনার। অতিথিদের কিরুনা বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত হোটেলের স্নো স্কুটারে যাতায়াতের ব্যবস্থা আছে, এর জন্য অবশ্য অতিরিক্ত ভাড়া গুনতে হবে। কিংবা অতিথিরা কিরুনা বিমানবন্দর হতে ট্রেন, বাস বা গাড়ি নিয়েও আসতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি এক বছর আগে থেকে হোটেল বুকিং না দিয়ে থাকেন তবে রুম পাওয়া কষ্টকর। জেমস বন্ডের ‘ডাই এনাদার ডে’ ফিল্মটা বোধহয় অনেকেই দেখেছেন। আইস হোটেলে চিত্রগ্রহণ করা হয়েছিল ছবিটির। আপনি কি আইস হোটেলে একবারের জন্য হলেও আসবেন? খরচটা একটু বেশি হলেও এমন শিল্পকর্ম থেকে নিজেকে দূরে রাখা ঠিক হবে না। সুইডেন, স্টকহোম liakat.stockholm@yahoo.com

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়