Sunday, January 3

বাংলাদেশের যে সাফল্য ভুলতে পারছে না পাকিস্তানি মিডিয়া

বাংলাদেশের যে সাফল্য ভুলতে পারছে না পাকিস্তানি মিডিয়া
কানাইঘাট নিউজ ডেস্ক: ২০১৫ সালে বাংলাদেশের সাফল্য শুধু এক জায়গাতে থেমে থাকেনি। একের পর এক সাফল্য এসেছে। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মত দলকে হারিয়েছে। যে কারণে টাইগার ক্রিকেটারদের ওপর নজর এড়াতে পারে না ক্রিকেট বিশ্বও।

ভারতের প্রভাবশালী টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরায় এসেছে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের নাম। আইসিসির বর্ষসেরা একাদশে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ঠাঁই করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এবার পাকিস্তানি মিডিয়ায় প্রশংসা ঝরেছে বাংলাদেশ নিয়ে।

পাকিস্তানের লাহোর থেকে প্রকাশিত স্থানীয় উর্দু ভাষার ঐতিহ্যবাহী, দি ডেইলি পাকিস্তান- ক্রিকেটে উল্লেখযোগ্য ঘটনাবলী তুলে ধরতে গিয়ে বাংলাদেশের পাঁচটি সেরা সাফল্যকে বেছে নিয়েছে।

শুধু তাই নয়, এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদনও প্রকাশ করেছে তারা। প্রতিবেদনে বলা হয়েছে যে, এ পাঁচটি অর্জনই এ বছরটিকে বাংলাদেশের জন্য সবচেয়ে সেরা করে তুলেছে।

এই পাঁচটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে:-
১. পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ
২. ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে উত্তীর্ণ হওয়া ও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠা
৩. দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজ জয়
৪. ভারতকে প্রথমবার সিরিজ হারানো এবং
৫. আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মুস্তাফিজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়