Thursday, December 3

সিরিয়ায় হামলার বিপক্ষে ভোট দিলেন তাঁরা তিনজন


কানাইঘাট নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন সিরিয়ার আইএস ঘাঁটিতে বিমান হামলা করলে বৃটিশ জনগণ নিরাপদ থাকবেন, এই অজুহাত দেখিয়ে পার্লামেন্টে এমপিদের মতামত শেষ পর্যন্ত নিজের পক্ষে টেনে নিতে সক্ষম হলেও বাংলাদেশি বংশোদ্ভুত তিন এমপি সরকারের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিয়েছেন। বুধবার প্রায় সাড়ে ১০ ঘণ্টা পার্লামেন্টে আলোচনা শেষে রাত সাড়ে ১০টার দিকে এমপিদের ভোটের ফলাফল প্রকাশ করা হয়। এতে ৩৯৭ জন এমপি বিমান হামলার পক্ষে ভোট দিয়েছেন। আর ২২৩ জন এমপি সরকারের বিপক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেয়া এমপিদের মধ্যে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত তিন নারী এমপিও। তারা হচ্ছে রুশনারা আলী এমপি, টিউলিপ সিদ্দিক ও রূপা হক। এদিকে, এমপিদের ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর নিদের্শে রাতের ভেতরেই সিরিয়ার রাকা শহরে বিমান হামলা শুরু করতে পারে বৃটিশ যুদ্ধবিমান টর্নেডো। এর আগে বুধবার সকাল থেকে পার্লামেন্টে এ ইস্যুর ওপর বিতর্ক শুরু হয়। বিতর্কের পর হয় ভোটাভুটি। ভোটাভুটির ফলাফল প্রধানমন্ত্রীর পক্ষে যাওয়ায় রাতের ভেতরেই সিরিয়ার রাকা শহরে আইএস ঘাটি লক্ষ্য করে ফ্রান্স ও আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে বৃটিশ বাহিনী বিমান হামলা শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। যদিও লেবারপার্টি এবং স্কটিশ ন্যাশনাল পার্টিসহ অন্যান্য ছোট পার্টিগুলো সিরিয়ায় আইএস ঘাটিতে বিমান হামলার বিপক্ষে দলীয় অবস্থান ঘোষণা করেছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়