Friday, December 25

কানাইঘাট পৌরসভা নির্বাচনে কোন কেন্দ্রে কত ভোট!


নিজস্ব প্রতিবেদক:আগামী ৩০ ডিসেম্বর কানাইঘাট পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬২৮৭ জন। ৯টি ভোট কেন্দ্র ও ৪৬টি ভোট কক্ষে ভোটগ্রহন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। মোট ভোটারের মধ্যে ৮৩১১জন পুরুষ ভোটার ও ৭৯৭৬জন মহিলা ভোটার। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়- ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কানাইঘাট পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের জন্য প্রস্তুত রয়েছেন ১৪৭ জন কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৪৬ জন ও ৯২ জন পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। কেন্দ্র অনুযায়ী কানাইঘাট পৌরসভার মোট ভোটার সংখ্যা ঃ রামপুর বেসরকারী পৌর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৪৮৭ জন, বায়মপুর জামেয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৭১১ জন, কানাইঘাট মনসুরিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৭২৮ জন, শিবনগর দারুল কোরআন মাদ্রাসা ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৭১৭ জন, ফাটাহিজল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২২২৪ জন, দুর্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮৪৮ জন, ইউটিডিসি হল উপজেলা কমপ্লেক্স ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৭৬৫ জন, রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র মোট ভোটার সংখ্যা ১৭৫৬ জন এবং বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ২০৫৪ জন ভোটার রয়েছেন ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়