Tuesday, December 15

কানাইঘাটে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর কর্মী সমাবেশে এড: নুরুল হক

নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নূরুল হক বলেছেন, আসন্ন পৌরসভার নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু মতাসীন দলের প্রার্থী ও সমর্থকরা পেশীশক্তির মাধ্যমে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য মাঠ পর্যায়ে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে জনগণের ভোটাধিকার হরণ করার জন্য নীল নকশায় মেতে উঠেছে। তিনি সকল ভয়-ভীতি ও হুমকী ধমকী উপো করে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভার নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুর রহিম ভরসাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য দলের নেতাকর্মী ও পৌরবাসীর প্রতি আহবান জানিয়েছেন। সেই সাথে তিনি বিএনপি নেতাকর্মীদের বিনা মামলায় গ্রেফতার ও পুলিশী হয়রানী বন্ধে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার প্রতি আহবান জানিয়েছেন। এডভোকেট নূরুল হক মঙ্গলবার বিকেল ৪টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আব্দুর রহিম ভরসার সমর্থনে এক নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পৌর বিএনপির সভাপতি শরীফুল হকের সভাপতি ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশারের পরিচালনায় উক্ত নির্বাচনী কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কাহের শামীম, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমদ, জেলা বিএনপি নেতা মাহবুবুর রব ফয়সল, কানাইঘাট পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী ইফজালুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আব্দুর রহিম ভরসা। এছাড়া উক্ত কর্মীসভায় উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়