Tuesday, December 29

লাশ ফুলে রক্ত ঝরছে


কানাইঘাট নিউজ ডেস্ক: যত বড় গাছ, ততো বড় ফুল- নাম তার লাশ ফুল। লম্বায় ২ ফুট বিরল প্রজাতির এই ফুলটির চারপাশে ঘিরে থাকা লাল পাপড়িটিকে দেখলে মনে হয় এর গা থেকে রক্ত ঝরছে। গাছসম এই ফুলটির নাম করপস ফ্লাউয়ার। এর আসল নাম অ্যামোরফোফাল্লুস টিটানিয়াম। তবে এটি সাধারণত শব বা লাশ ফুল নামেই বেশি পরিচিত। অস্ট্রেলিয়ার মাউন্ট লফটি বোটানিক গার্ডেনে এই লাশ ফুলের দেখা মিলেছে। ফুলটির ঘ্রাণও বিদঘুটে, অনেকটা পঁচা মাছের মত। সোমবার সকালে ফুলটি ফোটার পর বাগানের আশেপাশে বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ে। বাগান মালিক বুঝতে পারেন তার শখের গাছে ফুল ফুটেছে। বাগানের মালিক কুলটারের ভাষ্য, দশ বছর পর লাশ ফুল ফুটেছে। প্রায় দু সপ্তাহ আগে থেকেই এটি পাপড়ি মেলতে শুরু করেছিল। সম্পূর্ণ প্রস্ফুটিত হয়েছে গত সোমবার। গত আট বছর ধরে এই বিরল ফুলটি ফোটানোর জন্য চেষ্টা করছিলেন তিনি। দীর্ঘদিনের পরিশ্রম সফল হওয়ায় খুশি কুলটার। ফুলটির আদি নিবাস ইন্দোনেশিয়ার সুমাত্রায়। সেখানে সমূদ্রপৃষ্ঠ হতে ১২০ থেকে ৩৬৪ মিটার উচ্চতায় খাড়া পাহাড়ের গায়ে এটি জন্মায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়