Thursday, December 3

সিলেটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত


সিলেট, বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০১৫ :: উৎসব মুখর পরিবেশে সিলেটে ২৪তম আন্তর্জাতিক ও ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, জেলা প্রতিবন্ধী কল্যাণ কমিটি এবং সিলেট জেলায় প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে কর্মরত বেসরকারী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যালী অনুষ্ঠিত হয়। ‘একীভূতকরণ: সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে র‌্যালী পরিবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে সংগঠিত করে তাদের মেধাকে কাজে লাগাতে পারলে তারা স্বাবলম্বী হতে পারবে। প্রতিবন্ধী দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি চৌহাট্টা পয়েন্টে হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল অডিটরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এএসএম ফেরদৌসের সভাপতিত্বে ও জেলা সমাজ সেবা কর্মকর্তা নিবাস রঞ্জন দাসের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইব্রাহিম আল মামুন মোল্লা-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাবীব, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী, এসডিএফ সিলেট এর নির্বাহী পরিচালক হাসিব রাজা চৌধুরী, সিএসআইডির প্রকল্প সমন্বয়কারী খ.ম আবেদ উল্লাহ। হাসপাতাল সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা খলিলুর রহমান এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সোস্যাল ওয়ার্কার প্রদীপ চন্দ্র সরকারের পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রীন ডিজেবল ফাউন্ডেশন সিলেট-এর কর্মকর্তা রজব আলী খান নজির, সিটি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া নাছরিন, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মাসুম আহমদ চৌধুরী, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, গ্রামীন জনকল্যাণ সংসদ সিলেট-এর কর্মসূচি সমন্বয়কারী জামিল চৌধুরী, মো. সিরাজুল ইসলাম ও প্রতিবন্ধীদের থেকে বক্তব্য রাখেন পল্লব সাহা, সুহেলা আক্তার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ। তাদেরকে সমাজের বোঝা মনে না করে সহযোগিতা প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। প্রতিবন্ধীদের পিছনে রেখে দেশের অর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, আমাদের সমাজে মায়েরা অবহেলিত। মায়েরা পুষ্টিহীন হয়ে পড়েলে প্রতিবন্দি শিশুর জন্ম দেন। সুস্থ সন্তান পেতে হলে মায়েদের যতœ নিতে হবে। এ জন্য আমাদের পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সভাপতির বক্তব্যে এএসএম ফেরদৌস বলেন, প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের সুপ্ত মেধা বিকাশে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রতিবন্ধীদের প্রশিক্ষিত করা গেলে তারাও স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়