Tuesday, December 8

'এবারও ইতিহাস গড়তে চায় বার্সা'


'এবারও ইতিহাস গড়তে চায় বার্সা'
কানাইঘাট নিউজ ডেস্ক: গত মৌসুমে প্রথম ক্লাব হিসেবে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের পর এবারও ইতিহাস গড়তে চায় বার্সেলোনা। এজন্য বার্সার  এবারকার চ্যালেঞ্জ 'অনন্য কিছু' উপহার দেয়া। এমনটাই দাবি কাতালুনিয়া ক্লাবটির ডিফেন্ডার দানি আলভেসের।

১৪ রাউন্ড শেষে স্পেনের লা লিগার চলতি মৌসুমে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়নরা। শীর্ষে থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করাও নিশ্চিত করেছে লুইস এনরিকের দল।

এ মৌসুমে রেকর্ড পাঁচটি শিরোপা জিততে চায় বার্সেলোনা। এই লক্ষ্য অর্জনের পথে এরই মধ্যে উয়েফা সুপার কাপ জয় করেছে তারা।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুজেনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা। এর পর শনিবার স্পেনের লা লিগায় নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুনা।

লা লিগার ম্যাচটি খেলে জাপানে ক্লাব বিশ্বকাপে খেলতে যাবে এনরিকের দল। সেমি-ফাইনালে মেক্সিকোর দল ক্লাব আমেরিকার মুখোমুখি হবে তারা।

আলভেস বলেন, 'আমরা এ মৌসুমে ফুটবল ইতিহাসে ফিরতে চাই। এটাই আমাদের লক্ষ্য। এ বছর আমাদের লক্ষ্য হচ্ছে ইতিহাস গড়া, অনন্য কিছু করা'।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়