Thursday, December 24

২০১৫ সালে ক্রিকেটের কিছু রেকর্ড

২০১৫ সালে ক্রিকেটের কিছু রেকর্ড

কানাইঘাট নিউজ ডেস্ক: শেষ হতে যাওয়া ২০১৫ সালটা ক্রিকেটের জন্য অনেকটা রেকর্ড আর ইতিহাসই বয়ে এনেছিল। এই বছরে ক্রিকেটাররা যেমন রেকর্ড গড়েছেন নিজ মহিমায় ঠিক তেমনি পুরো বছরে ভক্তরাও দেখেছে উত্তেজনাকর খেলা।

এ বছরই অনুষ্ঠিত হয়েছে বিশ্বকপের মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। অ্যাশেজ সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড খেলেছে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট ম্যাচ।

২০১৫ সালে ক্রিকেটের উত্তেজনাকর পাঁচটি ঘটনা:
১. এ বছর সমন্বিতভাবে ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের মধ্যে সর্বনিম্ন (২০৬) স্কোর দেখেছে ক্রিকেট বিশ্ব। টস জয়ী ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে সংযুক্ত আরব আমিরাত ১০২ রান করে। জবাবে ১ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে নেয় ভারত।

২. ওয়ানডে ক্রিকেটে এ বছর এক ম্যাচে সমন্বিত সর্বোচ্চ স্কোর ছিল ৭৬৩ রান। নিউজিল্যান্ড ৫ উইকেটে ৩৯৮ রানের পর ইংল্যান্ড ৩৬৫ করতে সক্ষম হয়েছিল।

৩. ওয়ানডে ক্রিকেটে এ বছর ইংল্যান্ড অধিনায়ক ইয়োইন মরগান সর্বোচ্চ পাঁচ ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন।

৪. টেস্ট ক্রিকেটে এ বছর সর্বোচ্চ ২০টি ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক।

৫. বিস্ময়করভাবে এ বছর টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ১৬ উইকেট শিকার করেছেন নেদারল্যান্ডসের মালিক এহসান আহমেদ জামিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়