Tuesday, December 29

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন


ঢাকা: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এই ভোট চান। হানিফ বলেন, ভোটারদের কাছে আমাদের একটি আহ্বান আছে। যদিও এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই নৌকা মার্কায় ভোট দেবেন। জননেত্রী শেখ হাসিনার মার্কা, আস্থার মার্কা, উন্নয়নের প্রতীক এদেশের স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে জনগণ উন্নয়ন, অগ্রগতি চাই। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারায় ঐক্যবদ্ধ আছে। আর সেই চাওয়া প্রতিফলন হিসেবে আগামীকাল সবাই নৌকা প্রতীকে ভোট দেবেন। হানিফ বলেন, ভোটারদের আজ সিদ্ধান্ত নিতে হবে। একদিকে শেখ হাসিনার নেতৃত্বে এদেশের উন্নয়ন অগ্রযাত্রা। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতে দেশে সন্ত্রাস, দুর্নীতি এবং বর্তমানে বিরোধী দলের থাকাকালীন সময়ে হত্যা, খুন নাশকতার কর্মকাণ্ডের প্রত্যাখ্যান করা। তিনি বলেন, আজকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বাক সন্ত্রাসীতে পরিণত হয়েছে। জনগণের কাছে আবেদন করার কিছু নেই তার। মিথ্যাচার করে প্রশাসনকে হুমকি দমকি দিয়ে নিজের অনুকূলে আনার চেষ্টা করছেন। গতকালও তার বক্তব্যে প্রশাসনকে একাধিবার হুমকি দিয়ে ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। তাই জনগণের কাছে আমাদের দাবি থাকবে, এই বাক সন্ত্রাসীর নেতৃত্বে বিএনপি যে নাশকতা করছে এর বিরুদ্ধে আগামীকাল ভোট দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশের জনগণ এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে পছন্দ করছে না। এসময় তিনি বলেন, আমি আশা করি আগামীকাল দেশের জনগণ অবাধ সুষ্ঠু ও উৎসবমুখরভাবে ভোট দিয়ে নৌকা মার্কার প্রার্থীদের জয়যুক্ত করবে। আমরা সেই প্রত্যাশাই করি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য আওয়ামী লীগের এ নেতা বলেন, আমাদের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আমাদের নির্দেশ থাকবে, আগামীকালের পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এজন্য নির্বাচন কমিশনকে সহায়তা করবেন। আমরা চাই না এ নির্বাচনে কোনো অনিয়ম কিংবা ত্রুটি করে নির্বাচনকে বির্তকিত করা হোক। কারণ আপনারা লক্ষ করেছেন, দেশের যে প্রধান বিরোধীদল বিএনপি নির্বাচনকে বির্তকিত করার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আব্দুল মান্নান খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকল, কেন্দ্রীয় সদস্য এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়