Tuesday, December 8

সিলেটে ছিনতাইকারী পুলিশ সদস্য জেল হাজতে


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট নগরীর বারুতখানায় ছিনতাইর ঘটনায় আটক পুলিশ সদস্য শরীফ রানাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক সাহেদুল করিম তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। সিলেট মহানগরীর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, ছিনতাইকারী পুলিশ সদস্যকে মঙ্গলবার সকালে আদালতে তুলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানের নির্দেশ দিয়েছেন। ছিনতাইয়ের টাকা এবং তার সহযোগিদের এখনো প্রেফতার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রযেছে বলে জানান তিনি। প্রসঙ্গত, সোমবার দুপুরে সিলেট নগরীর বারুতখানা এলাকায় ধোপাদিঘীর পাড়ের আল ফালাহ টাওয়ারের তামান্না আক্তার কলি নামের এক মহিলার টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় শরীফ রানাকে আটক করেছে স্থানীয় জনতা। পরে জানা যায় তিনি সিলেট জেলা পুলিশের মোটরযান সেকশনের কনস্টেবল। তার আইডি নম্বর ৪৯৫।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়