Thursday, December 24

জামিনে মুক্ত অনুপ চেটিয়া

জামিনে মুক্ত অনুপ চেটিয়া

কানাইঘাট নিউজ ডেস্ক: কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আসামের বিদ্রোহী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়া (গোলাপ বড়ুয়া)। বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠানোর পর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।

বৃহস্পতিবার গোয়াহাটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। চারটি মামলার সবকটিতে জামিন হওয়ার পর তিনি কারাগার থেকে ছাড়া পান। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত ১১ নভেম্বর বাংলাদেশ থেকে ভারতে ফেরত নেওয়ার  পর উলফার সাধারণ সম্পাদক চেটিয়ার বিরুদ্ধে চারটি মামলা হয়। সেই মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে রাখা হয়েছিল।

বুধবার চতুর্থ মামলাটিতে আদালত থেকে জামিন দেয় আদালত। এর আগেই অন্য তিনটি মামলায় জামিনের আদেশ হয়েছিল।

১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়া ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশ পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়।

তিনটি মামলায় চেটিয়াকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় বাংলাদেশের আদালত। ওই সব মামলায় সাজা ভোগের পরও বাংলাদেশে বন্দি ছিলেন আসামের এই বিদ্রোহী নেতা। সম্প্রতি তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়