Wednesday, December 23

কানাইঘাটে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিনের নির্বাচনী পথসভা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট পৌরসভার নির্বাচনে (আওয়ামীলীগের বিদ্রোহী বহিষ্কৃত) স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন আল মিজানের নারিকেল গাছ মার্কার সমর্থনে এক নির্বাচনী পথসভা বুধবার বিকেল ৪টায় কানাইঘাট দক্ষিণ বাজারে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত নির্বাচনী সভায় মেয়র প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান তার বক্তব্যে বলেন, পৌর এলাকাজুড়ে নারিকেল গাছ প্রতীকের গণজোয়ার দেখে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ দলমত নির্বিশেষে পৌরবাসী তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে সকল অপ্রচারে দাঁতভাঙ্গা জবাব দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আজকের এ নির্বাচনী পথসভায় শত শত ভোটারদের উপস্থিতির মাধ্যমে আমার প্রতি তাদের অকুন্ঠ সমর্থন ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। আমি নির্বাচিত হলে আমার সর্বশক্তি দিয়ে পৌরবাসীর আশা আকাংখা বাস্তবায়নে কাজ করে যাব ইনশাহআল্লাহ। ছাত্রলীগ নেতা আজমল হোসেনের পরিচালনায় উক্ত নির্বাচনী পথ সভায় সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, বিগত ৫ বছর কানাইঘাট পৌরসভাকে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। পৌর এলাকায় কোন কাংখিত উন্নয়ন হয়নি, হয়েছে লুট পাট। এ থেকে মুক্তি পেতে স্থানীয় সরকারের এ নির্বাচনে অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান মেয়র প্রার্থী নিজাম উদ্দিনকে নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক জালাল আহমদ, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ’লীগ নেতা সিরাজুল ইসলাম খোকন, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র প্রার্থী চিত্রশিল্পী ভানু লাল দাস, আ’লীগ নেতা তৌহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আজমল হোসেন, শ্রমিকলীগ নেতা জীবান আহমদ, খেলাফত মজলিশ নেতা বীর মুক্তিযোদ্ধা মাওঃ আখতার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন,রুবেল আহমদ সহ নানা শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন। এছাড়া নির্বাচনী সভায় নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়