Sunday, December 27

কানাইঘাট পৌর নির্বাচনে শেষ মুর্হুতের প্রচারণা তুঙ্গে


নিজস্ব প্রতিবেদক: আগামী বুধবার ৩০ ডিসেম্বর কানাইঘাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে শেষ মুহুর্তে নির্বাচনী প্রচারণায় গোটা পৌর এলাকায় উৎসবের ঢেউ লেগেছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করে নানা ধরণের উন্নয়নের প্রতিশ্রতি তুলে ধরে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চাচ্ছেন। রবিবার পুরো কানাইঘাট পৌর শহর ছিল বিভিন্ন মেয়র প্রার্থীর নির্বাচনী পথসভা। উক্ত সভায় আওয়ামীলী ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে ভোট চান জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ। আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী লুৎফুর রহমানের সমর্থনে গত শুক্রবার কেন্দ্রীয় আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজসহ জেলা নেতৃবৃন্দ কানাইঘাট পৌর শহরে নির্বাচনী সমাবেশ করেন। রবিবার দিনভর পৌর শহরসহ বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী লুৎফুর রহমানের সমর্থনে জেলা, উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ পরবর্তী নির্বাচনী প্রধান কার্যালয়ের সামনে পথসভা করেন। উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি মুহসিন কামরানসহ নেতৃবৃন্দ। অপরদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুর রহিম ভরসার সমর্থনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য কানাইঘাট দক্ষিণ বাজার ও খেয়াঘাট বাসস্ট্যান্ডে নির্বাচনী সমাবেশে বক্তব্য ও পৌরশহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জাসাস কেন্দ্রীয় কমিটি সহসভাপতি চিত্রনায়ক হেলাল খান, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল মুক্তাদির চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসাদ আব্দুল কাহির চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল হোসেন বুলবুলসহ উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া জাপা সমর্থিত মেয়র প্রার্থী বাবুল আহমদের লাঙ্গল প্রতীকের সমর্থনে পৌরশহরে মিছিল পরবর্তী দক্ষিণ বাজারে নির্বাচনী পথসভায় জেলা ও উপজেলা জাপার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। খেলাফত মজলিস সমর্থিত মেয়র প্রার্থী ইসলাম উদ্দিনের রিক্সা প্রতীকের সমর্থনে পূর্ব বাজারে জেলা ও উপজেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসব নির্বাচনী সভায় প্রত্যেক মেয়র প্রার্থীর সমর্থকরা পৌরসভার উন্নয়ন ও নাগরিকদের জননিরাপত্তার কথা তুলে ধরে স্ব স্ব প্রার্থীর পক্ষে ভোট চান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়