Friday, December 25

ছোট ভাইয়ের পক্ষে প্রচারে মির্জা ফখরুল


ঠাকুরগাঁও: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশে একটা কঠিন সময় চলছে, একটা দুঃসময় চলছে। এখানে আজকে একদলীয় শাসনব্যবস্থা কায়েম হয়েছে। একটি দল পুরো কর্তৃত্ব নিজেদের মধ্যে নিয়ে ভিন্ন মত যারা পোষণ করে, তাদের তারা নির্মূল করে দিতে চাইছে।’ তিনি বলেন, সারা দেশের মানুষের সামনে দীর্ঘদিন পর প্রিয় ধানের শীষ প্রতীক এসেছে। সে কারণেই তারা উৎফুল্ল হয়ে উঠেছে। তারা ধানের শীষে ভোট দিয়ে অস্বস্তিকর, গুমোট, শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পাবে।’ আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও শহরের সত্যপীর ব্রিজসংলগ্ন মামুন মার্কেট চত্বরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছোট ভাই মির্জা ফয়সাল আমীনের পক্ষে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। পরে তিনি সদর পৌরসভার কয়েকটি ওয়ার্ডে ও পথসভায় ছোট ভাইয়ের পক্ষে গণসংযোগে যোগ দেন। ফখরুল বলেন, দলীয় প্রতীকের পৌর নির্বাচনকে আন্দোলনের ধাপ হিসেবে নিয়েছে বিএনপি। এই নির্বাচনে জয়ী হয়ে প্রমাণ করতে চাই, জনগণ সরকারের পক্ষে নেই। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ আজ কারাগারে পরিণত হয়েছে। কথায় কথায় আমাদের কারাগারে পাঠানো হচ্ছে। এখানে ন্যায়বিচার নেই, নেই ইনসাফ। দেশে কঠিন দুঃসময় চলছে। একদলীয় শাসনব্যবস্থা কায়েম হয়েছে। যাঁরা দ্বিমত পোষণ করেন, তাঁদের নির্মূল করে দেওয়ার চেষ্টা চলছে। ঠাকুরগাঁওয়ে আট হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এখনো কারাগারে আছেন ৫০ নেতা-কর্মী। নির্বাচনকে ঘিরে এ হয়রানির মাত্রা আরও বেড়ে গেছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, এই সরকারের আমলে আলেম ও রাজনৈতিক কর্মী নিরাপদ নন। গত ৫ জানুয়ারির নির্বাচনে শতকরা পাঁচ ভাগ মানুষও ভোট দেয়নি। তবুও আওয়ামী লীগ সম্পূর্ণ গায়ের জোরে টিকে আছে। ফখরুল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ১৩টি পথসভা করে ২০-দলীয় জোটের মেয়র প্রার্থীর পক্ষে ভোট চান। এ সময় জেলা বিএনপির সহসভাপতি চৌধুরী মো. গোলাম সারোয়ার, শাহেদ কামাল চৌধুরী, মেয়র প্রার্থী মির্জা ফয়সল আমীন, মামুনুর রশীদ প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়