ঢাকা: ‘মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধের বিচারকে বিতর্কিত করার অপচেষ্টা করে বাংলাদেশিদের হৃদয়ে পাকিস্তানিদের বিষাক্ত তীর ছুড়ছেন বেগম খালেদা জিয়া। যুদ্ধাপরাধীদের নিয়ে তাদের অপরাধের বিচারের ন্যায্যতা অস্বীকার করে তিনি পাকিস্তানিদের মন জয়ের চেষ্টা করছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বেগম জিয়ার সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এতে করে তিনি (বেগম জিয়া) দেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে আর খাপ খাচ্ছেন না।
ইনু বলেন, নাশকতা-অন্তর্ঘাত আর আগুন সন্ত্রাস করে পাকিস্তানের প্রকাশ্য দালালে পরিণত হয়ে খালেদা জিয়া রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলছেন। ক্রমান্বয়ে ঘোমটা ফেলে রাখঢাক না রেখেই তার পাকিস্তানপ্রীতি প্রকাশ করছেন। পাকিস্তানিদের মতোই মিথ্যাচার, গণহত্যাকে অস্বীকার করছেন।
পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের জন্য বেগম জিয়ার দাবি সম্পর্কে হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচনে হারলে নির্বাচন খারাপ আর জিতলে ভালো- এ নীতিতে বিশ্বাসী খালেদা জিয়া অতীতের সংসদ নির্বাচনগুলোতে সেনাবাহিনী মোতায়েনের পর তার ফল মেনে নেননি, তার মুখে এ দাবি অবান্তর।’
বাংলাদেশের বিষয়ে পাকিস্তানের সাম্প্রতিক মন্তব্য ও তাদের ঢাকার দূতাবাস থেকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজের জন্য কর্মকর্তাদের নির্গমনের কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রতি যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের বিচারের বিষয়ে পাকিস্তানি মন্তব্যে এটাই প্রমাণ হয় যে, একাত্তরের গণহত্যার বিষয়ে পাকিস্তান এখনো দুঃখিত বা ক্ষমাপ্রার্থী নয়। ঢাকার দূতাবাস থেকে জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে, কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থি। এ অবস্থায় পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা উচিত।’
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়