Wednesday, December 23

'আচরণবিধি লঙ্ঘন করলে এবার সঙ্গে সঙ্গে ব্যবস্থা'


'আচরণবিধি লঙ্ঘন করলে এবার সঙ্গে সঙ্গে ব্যবস্থা'
কানাইঘাট নিউজ ডেস্ক: এখন থেকে আর কোনো চিঠি নয়। যারাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারী যত বড় ব্যক্তি হোন না কেন, এমপি হন আর সাধারণ মানুষ হন সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দেওয়া হবে।

নির্বাচন কমিশনের পক্ষে একা নির্বাচন করা সম্ভব নয় উল্লেখ করে কমিশনার বলেন, সবার সহযোগিতা নিয়ে নির্বাচন করতে হয়। কারও সহযোগিতা চাওয়া মানে অসহায়ত্ব নয়।

সরকারি দলের মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে বিধি ভঙ্গের অব্যাহত অভিযোগের প্রেক্ষাপটে সম্প্রতি নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বিষয়টি দেখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়