Wednesday, December 23

পৌরসভা নির্বাচন!ঈশ্বরগঞ্জে মা-ছেলের লড়াই

ঈশ্বরগঞ্জে মা-ছেলের লড়াই

ময়মনসিংহ প্রতিনিধি: পৌরসভা নির্বাচনের জন্য তফসিল ঘোষণা, মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই, চূড়ান্ত প্রার্থী তালিকা সবই ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে প্রার্থীদের প্রচার আর ভোটের ক্ষণ গণনা। এইতো আর মাত্র দিন কয়েক বাকি। তারপরই অনুষ্ঠিত হবে সেই কাঙ্ক্ষিত নির্বাচন।

এবারের নির্বাচনে মা আর ছেলে এবার ভোটের লড়াইয়ে নেমেছেন। মা চান লড়াই করে যেতে। আর ছেলে চান মা সরে দাঁড়াক নির্বাচনী মাঠ থেকে। ভোটের লড়াইয়ে মা অভিজ্ঞ হলেও ছেলে নবীন।

মা-ছেলের বিপরীতমুখী এ লড়াই ঈশ্বরগঞ্জে। তাইতো ঈশ্বরগঞ্জবাসীর মধ্যে আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।

ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে মা জুলেখা খাতুন সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে আর ছেলে দেলোয়ার হোসেন রিপন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ নিয়ে মা-ছেলের মাঝে তৈরি হয়েছে দূরত্ব। তবুও তারা অনড় নির্বাচনের সিদ্ধান্তে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়